মালদা, 21 অক্টোবর : পৌরসভা ও পৌরনিগমের নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন BJP নেতা মুকুল রায় ৷ তিনি বলেন, " রাজ্যের 128টি পৌরসভা ও 10টি পৌরনিগমে নির্বাচন হলে অধিকাংশতেই BJP জিতবে ৷ কারণ মুখ্যমন্ত্রী সংবিধানই মানেন না । আর নির্বাচনে তিনি জেলাশাসক ও পুলিশ সুপারদের কাজে লাগালে আখেরে লাভ হবে বিরোধীদেরই । " সোমবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে যাওয়ার পথে মালদায় একথা বলেন BJP এই নেতা ।
মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান মানেন না : মুকল - mamata banerjee
" রাজ্যের পৌরসভা ও পৌরনিগমগুলিতে নির্বাচন হলে অধিকাংশতেই BJP জিতবে ৷ আর নির্বাচনে জেলাশাসক ও পুলিশ সুপারদের কাজে লাগালে আখেরে লাভ হবে বিরোধীদেরই ৷ " মালদায় মন্তব্য করলেন BJP নেতা মুকুল রায় ।
মুকুলবাবু বলেন, " রাজ্যের কোথাও এখন আইনের শাসন নেই । বাংলায় লোকতন্ত্র থাকবে নাকি সেই বিষয়টিও প্রশ্ন সাপেক্ষ । পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত এই রাজ্যে 89 জনের মৃত্যু হয়েছে । লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর সেই সংখ্যাটি এখনও পর্যন্ত 35 । যার কারণেই কেন্দ্রীয় সরকার ও BJP সংকল্প যাত্রার ডাক দিয়েছে । সেই যাত্রাকে কেন্দ্র করে এখন জেলায় জেলায় দলীয় কর্মসূচি চলছে । তৃণমূল কটাক্ষের মুখোমুখি হতে হতে আমরা শূন্য থেকে আমরা আজ এই অবস্থায় পৌঁছেছি । আর মমতার আসন সংখ্যা জোর করে 34 থেকে 22 হয়েছে । না হলে ওটা আসলে 18 হত । তবে এই যাত্রাকে কেন্দ্র করে আমাকে এখনও পর্যন্ত কোনও ব্যারাকিং-এর মুখোমুখি হতে হয়নি । কারণ, মানুষ আমাদের সঙ্গে রয়েছে । এর আগে দেখেছি, কেউ জয় শ্রীরাম বলে মুখ্যমন্ত্রী তাকে তাড়া করছে । এমন ঘটনা এবার এখনও পর্যন্ত ঘটেনি । মুখ্যমন্ত্রী এখন পাহাড় কিংবা সমতল, যেখানেই থাকুন না কেন, বাংলার জনাদেশ এখন পরিষ্কার, বাংলা থেকে মমতা ব্যানার্জি সরকারকে উৎখাত করতে হবে । যে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, তার প্রতিটিতেই BJP জিতবে । তবে যেসব পৌরসভার মেয়াদ ফুরিয়ে গেছে, সেসব জায়গায় এরা নির্বাচন করবে না । জেলাশাসক ও পুলিশ সুপারদের কাজে লাগিয়ে এক সময় বুদ্ধদেব ভট্টাচার্যও ক্ষমতা পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলেন । কিন্তু ইতিহাস বলছে, জেলাশাসক ও পুলিশ সুপাররা যত কাজ করবেন, বিরোধীদের ততই লাভ হবে । আর রাজ্যপালের ভূমিকা নিয়ে যেসব প্রশ্ন তোলা হচ্ছে তা অবান্তর । রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান । তিনি রাজ্যের যে কোনও জেলায় যেতে পারেন । এটা তাঁর সাংবিধানিক অধিকার । তবে তাঁর সফরে যেভাবে প্রশাসনিক আধিকারিকরা অসহযোগিতা করছেন, তা দেশের সংবিধানের পক্ষে বিপজ্জনক ।"
উল্লেখ্য , রাজ্যের যে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে তার মধ্যে উত্তরবঙ্গে একমাত্র কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রটি রয়েছে । ওই কেন্দ্রের কংগ্রেসের বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে সেখানে উপনির্বাচন হবে । গত লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র এলাকায় ব্যাপক সাফল্য পেয়েছিল BJP । তাই স্বাভাবিকভাবেই উপনির্বাচনে ওই কেন্দ্রটিকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির । নির্বাচন সংক্রান্ত দলীয় কর্মসূচিতে আজ কালিয়াগঞ্জে যান মুকুলবাবু । যদিও তার সঙ্গে দলের সংকল্প যাত্রার বিষয়টিও রয়েছে । কালিয়াগঞ্জ যাওয়ায় আগে আজ সকালে মালদায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি ।