পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'ভয়ে কাঁপছিলাম, মাথা কাজ করছিল না'; ইটিভি ভারতকে জানালেন সাংসদ খগেন মুর্মু - মালদা এয়ারপোর্ট

Parliament Security Breach: দুই হানাদার ৷ হাতে বোমার মতো বস্তু ৷ তা ছুড়েও দেয় একজন ৷ হলুদ ধোঁয়া ছড়িয়ে পড়ে লোকসভায় ৷ মুহূর্তের মধ্যে অধিবেশন স্থগিত করে দেন স্পিকার ৷ হতভম্ব হয়ে যান সে সময় লোকসভায় বক্তব্য পেশ করতে থাকা উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ৷ এদিন নিজের অভিজ্ঞতার কথা তিনি ভাগ করে নিলেন ইটিভি ভারতের সঙ্গে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 9:07 PM IST

Updated : Dec 14, 2023, 9:51 AM IST

সংসদে হানাদারদের প্রবেশ নিয়ে

মালদা, 13 ডিসেম্বর: লোকসভার জিরো আওয়ারে তখন মালদায় বিমানবন্দর নির্মাণের হয়ে সওয়ালই করছিলেন তিনি ৷ হঠাতই ছন্দপতন ৷ মুহূর্তের মধ্যে ফিরে এল 2001 সালের 13 ডিসেম্বর হামলার স্মৃতি ৷ তবে এবার একেবারে অন্দরে ৷ দুই হানাদার ৷ হাতে বোমার মতো বস্তু ৷ তা ছুড়েও দেয় একজন ৷ হলুদ ধোঁয়া ছড়িয়ে পড়ে লোকসভায় ৷ মুহূর্তের মধ্যে অধিবেশন স্থগিত করে দেন স্পিকার ৷ তখনও হতভম্ব1 বক্তব্য পেশ করতে থাকা উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ৷ এদিন নিজের অভিজ্ঞতার কথা তিনি ভাগ করে নিলেন ইটিভি ভারতের সঙ্গে ৷

সাংসদ খগেন মুর্মু বলেন, “মালদায় কোনও এয়ারপোর্ট নেই ৷ জেলায় এয়ারপোর্ট গড়ার জন্য সাড়ে চার বছর ধরে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷ বিভিন্ন সময় বিষয়টি পার্লামেন্টে তুলেও ধরেছি ৷ সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে আর্জি জানিয়েছি ৷ তাঁকে লিখিত আকারেও মালদায় এয়ারপোর্ট গড়ার প্রস্তাব জানিয়েছি ৷ আজ সংসদের জিরো আওয়ারে আমি এই বিষয়টি নিয়ে ফের বলার অনুমতি পেয়েছিলাম ৷ আমি মাত্র 50 সেকেন্ড মতো বক্তব্য রেখেছি ৷ হঠাৎ ডানদিক থেকে ধুপধাপ শব্দ কানে আসে ৷ কিন্তু আমি প্রথমে সেদিকে তাকাতে পারিনি ৷ আমার তখন নজর ছিল নিজের বক্তব্যের উপরেই ৷ কারণ, নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে বক্তব্য শেষ করতে হবে ৷ খানিক পরেই দেখি, সামনের দিকে থাকা সাংসদরা দৌড়োদৌড়ি করছেন ৷ পাকড়ো, পাকড়ো বলে চিৎকার করছেন ৷ তখনই আমি ডানদিকে তাকাই ৷ দেখি, রেলিং থেকে একজন নীচে পড়ল ৷ তার হাতে থাকা একটি জিনিস থেকে ধোঁয়া বেরোচ্ছিল ৷ সে বলছিল, তানাশাহি নেহি চলেগি ৷ সব দেখেশুনে আমি কার্যত হতভম্ব হয়ে যাই ৷ কী করব ভেবে পাচ্ছিলাম না ৷ ওখানেই দাঁড়িয়ে ছিলাম ৷ ততক্ষণে বেলা দু'টো পর্যন্ত সংসদ স্থগিত হয়ে যায় ৷ ওই দু’জনকে নিরাপত্তারক্ষী আর সাংসদরা বাইরে নিয়ে চলে গিয়েছেন ৷”

উত্তর মালদার সাংসদ আরও বলেন, “খুব ভয় পেয়ে গিয়েছিলাম ৷ এমন সাংঘাতিক ঘটনা আগে কখনও দেখা যায়নি ৷ আর তখন একমাত্র আমিই দাঁড়িয়েছিলাম ৷ বাকিরা সবাই বসে ছিলেন ৷ ফলে আমাকে সহজেই টার্গেট করা যেত ৷ আজকের সঙ্গে 22 বছর আগের ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের পরেই জানা যাবে ৷ ইতিমধ্যে স্পিকার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ আমাদের দেশের মধ্যে এমন কলঙ্কিত ঘটনা যাতে বারবার না ঘটে তার জন্য প্রধানমন্ত্রী নিশ্চিত ব্যবস্থা নেবেন ৷” এদিনের দুই আগন্তুক এক বিজেপি সাংসদের পাস নিয়েই সংসদে প্রবেশ করে ৷ খগেনবাবুর প্রতিক্রিয়া, “আজ যদি আমার এলাকার কেউ সদন দেখতে চায়, তবে কি আমি তাকে পাস দেব না ? নাকি পাস দেওয়ার পর জামা-প্যান্ট-জুতো খুলে তল্লাশি করব ! একজন সাংসদের পক্ষে এসব সম্ভব নাকি! আমার এলাকার লোক যদি সংসদ দেখতে চায়, তার সেই ইচ্ছে পূরণ করা আমার তো এক ধরনের কর্তব্য ৷ এক্ষেত্রে সাংসদের কী দোষ ! তবে তখন ভয়ে আমি কাঁপছিলাম ৷ এখন ধাতস্থ হয়েছি ৷”

আরও পড়ুন

  1. লোকসভায় নিরাপত্তায় গাফিলতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন অধ্যক্ষ ওম বিড়লা
  2. 'নিরাপত্তায় গুরুতর গলদ, তবে 2001 হামলার সঙ্গে তুলনা চলে না !' সংসদে অনুপ্রবেশ নিয়ে মত বিশেষজ্ঞদের
  3. 'অর্জুন' মহম্মদ শামি! ক্রীড়ামন্ত্রকের কাছে বঙ্গ পেসারের নাম প্রস্তাব বিসিসিআইয়ের
Last Updated : Dec 14, 2023, 9:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details