মালদা, 12 এপ্রিল : প্রচারে বেরিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের উত্তর মালদার প্রার্থী মৌসম নুর। বামনগোলায় প্রচারে গিয়ে এক আদিবাসী মহিলা মৌসমের পা ধুইয়ে দিলেন। সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।
তৃণমূলের উত্তর মালদার প্রার্থী মৌসম নুর গতকাল বামনগোলার জগদলা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে যান। সেখানে এক আদিবাসী মহিলার বাড়িতে ঢোকেন তিনি। আদিবাসী মহিলা মৌসমকে বসতে দেন। এরপরে ওই মহিলা মৌসমের জুতো জোড়া খুলে কাঁসার থালায় পা রেখে পা ধুইয়ে ও মুছে দেন। পরে মালা পরিয়ে বরণ করেন মৌসমকে। সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই উত্তর মালদার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নিন্দার ঝড় উঠতে শুরু করে।