পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মৌসমের পা ধুইয়ে দিলেন আদিবাসী মহিলা, ভাইরাল ভিডিয়ো - undefined

ভিডিয়ো সামনে আসার পর শুরু হয়েছে সমালোচনা। উত্তর মালদার BJP প্রার্থী খগেন মুর্মু বলেন, "ওই এলাকার মানুষকে দাসে পরিণত করেছেন মৌসম। এই ঘটনা তারই প্রমাণ দেয়।"

মৌসমের পা ধুইয়ে দিচ্ছেন আদিবাসী মহিলা

By

Published : Apr 12, 2019, 1:39 AM IST

Updated : Apr 12, 2019, 2:23 AM IST

মালদা, 12 এপ্রিল : প্রচারে বেরিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের উত্তর মালদার প্রার্থী মৌসম নুর। বামনগোলায় প্রচারে গিয়ে এক আদিবাসী মহিলা মৌসমের পা ধুইয়ে দিলেন। সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

তৃণমূলের উত্তর মালদার প্রার্থী মৌসম নুর গতকাল বামনগোলার জগদলা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে যান। সেখানে এক আদিবাসী মহিলার বাড়িতে ঢোকেন তিনি। আদিবাসী মহিলা মৌসমকে বসতে দেন। এরপরে ওই মহিলা মৌসমের জুতো জোড়া খুলে কাঁসার থালায় পা রেখে পা ধুইয়ে ও মুছে দেন। পরে মালা পরিয়ে বরণ করেন মৌসমকে। সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই উত্তর মালদার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নিন্দার ঝড় উঠতে শুরু করে।

মৌসমের পা ধুইয়ে দিচ্ছেন আদিবাসী মহিলা

উত্তর মালদার BJP প্রার্থী খগেন মুর্মু বলেন, "মৌসম শুধুমাত্র প্রার্থী নন, ওই এলাকায় একাধিকবার সাংসদ ছিলেন। ওই এলাকার উন্নয়ন দূরের কথা তিনি ওই এলাকার সাধারণ মানুষকে দাসে পরিণত করেছেন। আজকের এই ঘটনা তারই প্রমাণ। একজন প্রার্থীর থেকে এই ধরনের নিম্নমানের মানসিকতা আশা করা যায় না।"

এবিষয়ে মৌসম নুরের কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

Last Updated : Apr 12, 2019, 2:23 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details