পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 26, 2019, 2:00 PM IST

Updated : May 26, 2019, 3:03 PM IST

ETV Bharat / state

জেলার দায়িত্ব মৌসমের হাতে, তৃণমূলের অন্দরে গুঞ্জন

ভোটে হারের পরও মৌসম নুরকে জেলা সভানেত্রীর দায়িত্ব দিয়েছেন তৃণমূলনেত্রী । এই নিয়ে দলের অন্দরে গুঞ্জন ছড়িয়েছে ।

মৌসম নুর

মালদা, 26 মে: দলে যোগদান করার পরই মৌসম নুরকে লোকসভা ভোটে উত্তর মালদা কেন্দ্রে প্রার্থী হিসেবে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । ভোটে হারের পরও তাঁকেই জেলা সভানেত্রীর দায়িত্ব দিয়েছেন দলেনত্রী । প্রাক্তন জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেনকে দিয়েছেন জেলা তৃণমূলের চেয়ারম্যানের দায়িত্ব । কিন্তু এই নিয়ে দলের অন্দরেই বাড়ছে ক্ষোভ ।

মালদায় শাসকদল বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত । খোদ দলনেত্রীই গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে পারেননি । সেক্ষেত্রে মৌসম কি পারবেন দলের গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে! তৃণমূল নেতা নীহাররঞ্জন ঘোষ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ছোটো সংগঠনের মাধ্যমে আজ ক্ষমতায় এসেছেন । মালদার রাজনৈতিক উন্নয়নের জন্য তিনি নিশ্চয়ই চিন্তাভাবনা করেই মৌসম নুরকে দায়িত্ব দিয়েছেন । আমরা আশা রাখি, মৌসম নুরের নেতৃত্বে আগামী ভোটগুলোতে দিদির সিদ্ধান্ত যে সঠিক, তা আমরা প্রমাণ করব । তবে মৌসমের নেতৃত্ব মানতে না-পারা নিয়ে যেসব প্রশ্ন উঠছে তা সঠিক নয় । উনি ভোটে হেরে গিয়েছেন ঠিক । কিন্তু ভোট আর সংগঠন আলাদা জিনিস । আমাদের নেত্রী যোগ্য হাতেই মালদা জেলার দায়িত্ব তুলে দিয়েছেন ।"

শুনুন বক্তব্য
Last Updated : May 26, 2019, 3:03 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details