পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Explosion : মোষ নিয়ে ফেরার পথে বোমা বিস্ফোরণ, গুরুতর জখম পঞ্চম শ্রেণির পড়ুয়া

বসিরহাটের পর এবার মালদায় আক্রান্ত শৈশব ৷ গোয়ালঘরে বিস্ফোরণের জখম শিশু ৷ বোমাটি কোথা থেকে এল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By

Published : Jul 31, 2023, 11:41 AM IST

Updated : Jul 31, 2023, 11:54 AM IST

মালদা, 31 জুলাই:আবারওবোমা বিস্ফোরণে আক্রান্ত শৈশব ৷ গুরুতর আহত পঞ্চম শ্রেণির ছাত্র । এবার ঘটনাস্থল মালদার মানিকচকের নারায়ণপুর ৷ রবিবার বোমা বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ আহত ছাত্রের নাম কৃষ্ণ চৌধুরী (10) । বাবা গুল্লু চৌধুরী ও মা সার্তকীয়া চৌধুরী দিনমজুরের কাজ করেন । কৃষ্ণরা পাঁচ ভাইবোন । আহত ছাত্র বর্তমানে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভরতি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকালে সে মোষ নিয়ে বাড়ি ফিরছিল ৷ সেই সময়ই জল চেষ্টা পায় ওই নাবালকের ৷ জল খেয়ে মোষটিকে একটি গোয়ালঘরের খুঁটির সঙ্গে বেঁধে সেখানে বসতে যায় কৃষ্ণ ৷ তার জেরে গোয়ালঘরের খুঁটিতে থাকা একটি ব্যাগ পড়ে যায় ৷ তার থেকেই বিস্ফোরণ হয় ৷ গুরুতর আহত হয় কৃষ্ণ ৷ এদিকে, বিস্ফোরণের আওয়াজ পেয়েই গোয়ালঘরের সামনে জড়ো হয় স্থানীয় বাসিন্দারা ৷ তাঁরাই উদ্ধার করে ওই নাবালককে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷

ঘটনা প্রসঙ্গেই কৃষ্ণর মা বলেন, "মোষ চড়াতে গিয়েছিল ছেলে । গোয়ালঘরের খুঁটি থেকে ব্যাগ মাটিতে পড়ে বিস্ফোরণ হয় । বিস্ফোরণে ছেলে গুরুতর আহত হয় । ব্যাগে দুটি বোমা ছিল । বর্তমানে ছেলে হাসপাতালে ভর্তি রয়েছে।" আহত নাবালক কৃষ্ণ জানায়, "জল খেয়ে খুঁটিতে হেলান দিয়ে বসতে গিয়েই একটি ব্যাগ মাটিতে পড়ে যায় । সেই ব্যাগ থেকেই বিস্ফোরণ হয় । আমার সারা শরীরে আঘাত লাগে । ব্যাগে কতগুলো বোমা ছিল আমার জানা নেই ।"

আরও পড়ুন:বোমা বিস্ফোরণে হাত উড়ল স্কুল পড়ুয়ার, চাঞ্চল্য এলাকায়

বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় মানিকচক থানার পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি । হঠাৎ গোয়ালঘরের মধ্য়ে বোমা কিভাবে এল তা জানতে রবিবার থেকেই তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ রবিবার সন্ধ্যার আগে পর্যন্ত এলাকার তল্লাশি চালায় বম্ব স্কোয়াডও । কিন্তু বোমা কোথা থেকে এসেছে তা জানতে পারেনি ৷ কেউ বা কারা বোমাগুলি রেখে গিয়েছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷ নিরাপত্তার স্বার্থে ওই এলাকাটি ঘিরে রাখা হয়েছে ।

Last Updated : Jul 31, 2023, 11:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details