মালদা, 2 ফেব্রুয়ারি : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্বাস্থ্য দফতরের কর্মী এক যুবতীর সঙ্গে প্রতারণার অভিযোগ (Fraud With Health Department Staff in Malda) ৷ সাড়ে 6 লক্ষের বেশি টাকা নিয়ে সুমন মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন পূজা সেন নামে ওই যুবতী ৷ ঘটনাটি ঘটেছে মালদা শহরে ৷ অভিযুক্ত সুমন মজুমদার নিজেকে মালদার সর্বমঙ্গলাপল্লির বাসিন্দা বলে জানিয়েছিলেন ৷ এমনকি তিনি রায়গঞ্জের একটি কলেজের অধ্যাপক বলে জানান সুমন ৷
বিজ্ঞাপন দেখে বিয়ে ঠিক হয়েছিল আলিপুরদুয়ার জেলার স্বাস্থ্য দফতরের কর্মী পূজা সেনের ৷ বিয়ে ঠিক হওয়ার পরেই অভিযুক্ত সুমন মজুমদার তাঁর থেকে বিভিন্ন অছিলায় টাকা চাইত বলে অভিযোগ ৷ হবু স্বামীকে কোনও প্রশ্ন না-করেই টাকা পাঠিয়ে দিতেন পূজা সেন ৷ কিন্তু, একাধিকবার মালদায় সুমনের বাড়িতে যাওয়ার কথা তুললেও, ওই যুবক তা এড়িয়ে যেতেন ৷ এতেই সন্দেহ হয় পূজা এবং তাঁর পরিবারের ৷
ওই যুবতী জানান, “তিন বছর আগে বাবা আমার বিয়ের জন্য পাত্র চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিলেন ৷ সেই বিজ্ঞাপন দেখে সুমন মজুমদার নামে এক যুবক আমার সঙ্গে যোগাযোগ করে ৷ তাঁর বাবাও ফোনে আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ৷ সুমনের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে যায় ৷ ফোনে সুমন জানিয়েছিল, তাঁর বাড়ি মালদা শহরের সর্বমঙ্গলা পল্লিতে ৷ আমরা তাঁদের বাড়িতে অনেকবার আসতে চেয়েছিলাম ৷ কিন্তু, সে কখনও আমাদের তাঁর বাড়িতে আসতে দেয়নি ৷’’
আরও পড়ুন : Fake Job Assurance by TMC Leader : চাকরি দেওয়ার নাম করে 50 লাখ টাকা প্রতারণা, কাঠগড়ায় তৃণমূল নেতা