কলকাতা, 9 ডিসেম্বর: উত্তরবঙ্গের যাত্রীদের জন্য সুখবর । এবার উত্তরবঙ্গের বিভিন্ন রুটে নামানো হবে নতুন বেশকিছু বাস । উত্তরবঙ্গ রাজ্য পরিবহন নিগম (এনবিএসটিসি) -এর পক্ষ থেকে পথে নামানো হচ্ছে এই বাসগুলিকে । তাই যাত্রীদের বাস পাওয়ার জন্য অপেক্ষা কিছুটা কমবে ৷ দ্রুত শুরু হবে এই পরিষেবা।
শীতকালে স্কুল কলেজের লম্বা ছুটি পরা মাত্রই বাক্স গুছিয়ে পরিবার বা বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েন অনেকেই । আর বাঙালি তো বরাবরই ভ্রমণপিপাসু । অনেকেই যেমন যান সমুদ্র সৈকতে বা জঙ্গলে যেমন আবার অনেকেরই পছন্দের ডেস্টিনেশন হল দার্জিলিং বা কার্শিয়াং কিংবা উত্তরবঙ্গের অন্যান্য জায়গায় । অন্যদিকে এই সময় পুজোর মতই চাহিদা থাকে ট্রেনের টিকিটের । তাই স্বাভাবিকভাবে এই বাসগুলির পরিষেবা শুরু হলে পর্যটকদের অনেকটা সুবিধা হবে।
এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন যে 73টি বাস আসার কথা রয়েছে । এর মধ্যে 43টি ডিজেল চালিত বাস আর 30টি সিএনজি বাস যুক্ত হতে চলেছে । ইতিমধ্যেই 42টি ডিজেল চালিত বাস এসে গিয়েছে । 15 দিনের মধ্যে বাকি 30টি সিএনজি বাসও পরিষেবা দেওয়া শুরু হবে এর মধ্যে কিছু বাস কলকাতা থেকে উত্তরবঙ্গের অন্যান্য রুটে চলবে ৷ বাকি বাসগুলি উত্তরবঙ্গ থেকে অন্য রুটেও চলাচল করবে ।