মালদা, 9 ডিসেম্বর: টেটের (WB TET 2022) গণ্ডি পেরোতে অসৎ উপায় অবলম্বন ? নাকি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ? কী ছিল বহিরাগতদের উদ্দেশ্য ? আপাতত এই প্রশ্নেরই উত্তর খুঁজছে মালদার (Malda) নিবেদিতা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ৷ বৃহস্পতিবারের একটি ঘটনার জেরেই উঠছে এইসব প্রশ্ন ৷ স্কুলের প্রধান শিক্ষিকা সোমা ভাদুড়ির অভিযোগ, বৃহস্পতিবার স্কুলে বহিরাগত কয়েকজন যুবক ঢুকে পড়েন ৷ স্কুলের একটি 'সান শেডে' একটি মোবাইল ও ইয়ারফোন লুকিয়ে যান তাঁরা ৷ পরে সেগুলি উদ্ধার করা হয় (Mobile Phone with Earphone Recovered) ৷ এদিকে, এই স্কুলেই (Exam Venue) আগামী রবিবার টেট নেওয়া হবে ! কর্তৃপক্ষের আশংকা, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করতে কিংবা পরীক্ষা চলাকালীন অসৎ উপায়ে প্রশ্নের উত্তর জানতেই এই আয়োজন !
সোমা জানান, বৃহস্পতিবার বিকেল 4টে 30 মিনিট কয়েকজন যুবক কারও অনুমতি ছাড়াই স্কুলে ঢোকেন ৷ বিষয়টি নজরে আসে স্কুলের প্রধান শিক্ষিকা-সহ অন্যদের ৷ নিমেষে স্কুলের মধ্যে ছড়িয়ে পড়েন ওই যুবকরা ৷ এরই মধ্যে চেঁচিয়ে পুলিশকে খবর দেওয়ার কথা বলেন প্রধান শিক্ষিকা ৷ তাতেই ওই যুবকরা পালিয়ে যান ৷ কিন্তু, যাওয়ার আগে এক যুবককে স্কুলের শৌচালয়ের সামনে সান শেডে কিছু ছুঁড়তে দেখেন প্রধান শিক্ষিকা ৷ পরে সেখান থেকে একটি কালো রঙের প্লাস্টিকের ক্যারিব্য়াগের মধ্যে 'সুইচড অফ' করা অবস্থায় একটি মোবাইল ফোন ও একটি ইয়ারফোন উদ্ধার করা হয় ৷ এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উদ্ধার হওয়া ওই মোবাইল এবং ইয়ারফোন ইংরেজবাজার থানায় জমা করেন প্রধান শিক্ষিকা ৷ সেইসঙ্গে, একটি জেনারেল ডায়েরিও করেন তিনি ৷