পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Miscreants loot Jewellery: স্বর্ণ ব্যবসায়ীকে হামলা দুষ্কৃতীদের, কোটি টাকার সোনা-রুপোর অলংকার লুট - কোটি টাকার সোনা ও রুপোর অলংকার লুট

স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা দুষ্কৃতীদের (Miscreants attack goldsmith) ৷ দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে ৷ তাঁর উপর গুলি চালায় বাইক আরোহী বেশ কয়েকজন দুষ্কৃতী ৷ তা না লাগায় পাথর দিয়ে তাঁকে আঘাত করা হয় ৷ এরপর তাঁর কাছ থেকে লুট করা হয় সোনা ও রুপোর অলংকার বলে অভিযোগ ৷

goldsmith injured in attack
স্বর্ণ ব্যবসায়ী

By

Published : Jan 5, 2023, 3:47 PM IST

দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত গাজোলের স্বর্ণ ব্যবসায়ী

মালদা, 5 জানুয়ারি:দোকান থেকে বাড়ি ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের ৷ সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবসায়ীর উপর পাথর ছুড়ে হামলা চালায় দুষ্কৃতীরা ৷ তাদের ছোড়া পাথরেই আহত হন স্বর্ণ ব্যবসায়ী ৷ এরপর তার কাছ থেকে দুষ্কৃতীরা 20 ভরি সোনার গয়না ও প্রায় পাঁচ কেজি রুপোর অলংকার (Miscreants loot Jewellery) লুট করে পালায় বলে অভিযোগ ৷ আহত ব্যবসায়ী বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই ঘটনায় ইতিমধ্যে এক দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে গাজোল থানা থেকে সামান্য দূরে রেলসেতু এলাকায় ৷

আহত ব্যবসায়ীর নাম সমীরণ কর্মকার ৷ বাড়ি গাজলের গোসানিবাদ এলাকায় ৷ গাজোলেরই রাইখাদিঘি এলাকায় তাঁর সোনার অলংকারের দোকান রয়েছে ৷ প্রতিদিনের মতো গতকাল রাতে দোকান বন্ধ করে তিনি মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন ৷ জানা গিয়েছে, সেই সময় দোকানের কাছাকাছি এলাকা থেকেই তাঁর পিছু নেয় দুষ্কৃতীরা ৷ তারাও মোটরবাইকে ছিল বলে জানা গিয়েছে ৷ গাজোল রেল সেতুর কাছে সমীরণকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ ৷ কিন্তু চলন্ত অবস্থায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয় ৷ এরপরেই দুষ্কৃতীরা সমীরণকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে ৷ মাথায় পাথরের আঘাত পেয়ে বাইক থেকে পড়ে যান তিনি ৷ এরপর তাঁর সঙ্গে থাকা যাবতীয় সোনা ও রুপোর অলংকার তারা লুট করে নিয়ে যায় (Miscreants loot Jewellery attacking goldsmith) ৷

এদিকে গুলির শব্দে স্থানীয় লোকজন ছুটে আসেন ৷ বাসিন্দারা তাড়া করে এক দুষ্কৃতীকে ধরে ফেলেন ৷ খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে স্থানীয়রা ওই দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দেন ৷ পুলিশ ওই যুবককে গাজোল থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ পুলিশ সূত্রে খবর, আটক যুবক কালিয়াচক 2 নম্বর ব্লকের মোথাবাড়ি এলাকার বাসিন্দা ৷ তবে তদন্তের স্বার্থে এখনও তার নাম প্রকাশ করেনি পুলিশ ৷ আহত স্বর্ণ ব্যবসায়ীকে প্রথমে স্থানীয় পাণ্ডুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানকার চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাঁকে মালদা মেডিক্যালে রেফার করে দেন ৷ গভীর রাতে তাঁকে মেডিক্যালে ভর্তি করা হয়েছে (miscreants robbed jewelry by attacking goldsmith) ৷

আরও পড়ুন:সাকালবেলায় গৃহস্থের বাড়ি থেকে 10 ভরি সোনার গয়না চুরি

সমীরণের ভাই নিশীথ কর্মকার বলেন, "দোকান থেকে বাড়ি ফেরার পথে তিনটি মোটরবাইকে দুষ্কৃতীরা দাদার পিছু নেয় ৷ গাজোল রেল সেতুর কাছে দাদাকে লক্ষ্য করে তারা একটি গুলি চালায় ৷ গুলি দাদার মাথা ছুঁয়ে বেরিয়ে যায় ৷ এরপর দুষ্কৃতীরা দাদাকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে ৷ দাদার মাথায় পাথরের আঘাত লাগে ৷ সে বাইক থেকে পড়ে যায় ৷ এরপর তার সঙ্গে থাকা প্রায় 20 ভরি সোনার গয়না ও কেজি পাঁচেক রুপোর অলংকার নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷ স্থানীয়দের তৎপরতায় এক দুষ্কৃতী ধরা পড়েছে ৷ তার বাড়ি মোথাবাড়ি এলাকায় ৷ বাকিরা গাজোলেরই 18 মাইল এলাকার বলে জানা গিয়েছে ৷ দাদার অবস্থা ভালো নয় ৷ তাকে মালদা মেডিক্যালে ভর্তি করা হয়েছে ৷" তবে এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details