পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়ির সদস্যদের মারধর করে ডাকাতি! লুট 4 ভরি সোনা-সহ লক্ষাধিক টাকা - দুঃসাহসিক ডাকাতি

মালদার ইংরেজ বাজারে ধারালো অস্ত্র নিয়ে গৃহকর্তাকে মারধর করে দুঃসাহসিক ডাকাতি ৷ গুরুতর আহত অবস্থায় আনোয়ার শেখ মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2023, 5:15 PM IST

লুট 4 ভরি সোনা সহ লক্ষাধিক টাকা

মালদা, 9 ডিসেম্বর: ইংরেজবাজারে দুঃসাহসিক ডাকাতি ৷ অভিযোগ, বাড়ির লোকজনকে বেঁধে রেখে ঘণ্টাখানেক ধরে লুটপাট চালায় সশস্ত্র দুষ্কৃতীরা ৷ শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর এলাকায় ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে ৷ স্বভাবতই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা ৷

লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা আনোয়ার শেখ ৷ তিনি গোকুলনগর কামাত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত একটা নাগাদ কয়েকজন দুষ্কৃতী জানালার গ্রিল কেটে ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢোকে ৷ আনোয়ার ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করে খাটের সঙ্গে বেঁধে দেয় দুষ্কৃতীরা ৷ এরপরেই লুটপাট চালায় ঘণ্টাখানেক ধরে ৷ আলমারি, ড্রেসিং টেবিল ভেঙে প্রায় সাড়ে 4 ভরি সোনা ও নগদ 3লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আনোয়ার শেখকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করে ৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি ৷ খবর পেয়ে উপস্থিত হয় ইংরেজবাজার থানার পুলিশ ৷ এখনও অধরা দুষ্কৃতীরা ৷

আনোয়ার শেখের স্ত্রী তনুজা পারভিন বলেন, "রাত দেড়টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী আমাদের ঘুম থেকে তোলে ৷ দেখি ওদের হাতে হাঁসুয়া রয়েছে ৷ আমাদের মারধর করে বেঁধে দেয় ৷ একজন ক্রমাগত হাঁসুয়া নিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে ছিল ৷ মুখ ঢাকা থাকায় আমরা কাউকে চিনতে পারিনি ৷ ঘণ্টাখানেক ধরে বাড়িতে লুটপাট চালায় দুষ্কৃতীরা ৷ সাড়ে চার ভরি সোনা ও নগদ 3 লক্ষ টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা ৷ মারধরে স্বামীর পা ভেঙে গিয়েছে ৷"

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তে আতঙ্কে দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ৷ স্থানীয় বাসিন্দা উজ্জ্বলা সরকার বলেন, "গতকাল রাতে ওরা আমাদের ডাকে ৷ আমার স্বামী ওদের বাড়িতে গিয়ে উদ্ধার করে ৷ আমি ছেলেকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম ৷ শুনতে পেলাম হাঁসুয়া নিয়ে দুষ্কৃতীরা সোনা, টাকা নিয়ে পালিয়েছে ৷ এর আগেও এলাকায় চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে ৷ তবে এভাবে ধারালো অস্ত্র নিয়ে ডাকাতির ঘটনায় আমরা বেশ আতঙ্কিত ৷"

আরও পড়ুন:

  1. নগ্ন হয়ে ধান ক্ষেতে গা-ঢাকা দিয়েও ধরা পড়ল খড়গপুর-কাণ্ডের 6 ডাকাত!
  2. খড়গপুরে সোনার দোকানে ডাকাতি, বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ মালিক-সহ দুই
  3. দিনেদুপুরে সমবায় ব্যাংক থেকে 12 লক্ষ টাকা নিয়ে চম্পট ডাকাতদলের

ABOUT THE AUTHOR

...view details