পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minor Girl Dies by Suicide: কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, প্রেমিকের পরিবারের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ - Suicide

চাঁচলে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় প্রেমিকের পরিবারের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ ৷ দু’জনের সম্পর্ক মেনে না নেওয়ায় কিশোরীর উপর মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে যুবকের মায়ের বিরুদ্ধে ৷ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Minor Girl Dies by Suicide ETV BHARAT
Minor Girl Dies by Suicide

By

Published : Jul 21, 2023, 2:47 PM IST

কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য চাঁচলে

মালদা, 21 জুলাই: সপ্তদশীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ৷ শুক্রবার সকালে মালদার চাঁচলের হাবিনগর গ্রামের ঘটনা ৷ অভিযোগ প্রেমিকের মায়ের মানসিক অত্যাচারের কারণেই নাকি ওই কিশোরী আত্মহত্যা করেছে ৷ মৃতের নাম বিউটি খাতুন ৷ গত 3 বছর ধরে পাড়ার বিশাল শেখ নামে এক যুবকের সঙ্গে প্রেম ছিল বিউটির ৷ পরিবারের অভিযোগ বিশালের মা বিউটিকে পছন্দ করতেন না ৷ আর সেই কারণে, গত চার মাস ধরে তার উপর মানসিক চাপ তৈরি করছিলেন ৷ তার আত্মহত্যার খবর ছড়াতেই বিশালের পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক ধরে পাড়ারই যুবক বিশাল শেখের সঙ্গে 17 বছরের বিউটির প্রেমের সম্পর্ক ছিল ৷ দু’জনের সম্পর্কের কথা দুই পরিবার তো বটেই, জানত গ্রামের সবাই ৷ বিশাল পরিযায়ী শ্রমিকের কাজ করেন ৷ বর্তমানে ভিনরাজ্যে রয়েছেন তিনি ৷ বিউটিকে বিশাল কথা দিয়েছিলেন, তার 18 বছর হলেই বিয়ে করে বাড়ি নিয়ে যাবেন ৷ কিন্তু দু’জনের এই সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়ান বিশালের মা সুমি বিবি ৷ তিনি কিছুতেই বিউটিকে পুত্রবধূ হিসাবে মানতে রাজি ছিলেন না ৷

অভিযোগ তিনি বিউটিদের বাড়িতে এসে প্রায় তাকে গালাগালি করতেন ৷ এমনকি বেশ কয়েকবার মারতেও গিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছে মৃতের পরিবার ৷ বৃহস্পতিবারও নাকি বিশালের মা বিউটির বাড়িতে আসেন এবং তাঁকে মানসিকভাবে নিগ্রহ করেন ৷ আর সেই অপমান সহ্য করতে না পেরেই নাকি, বিউটি খাতুন গলায় ফাঁস দেয় বলে অভিযোগ পরিবারের ৷

আরও পড়ুন:মর্মান্তিক ! জামাইষষ্ঠীর আগেই শ্বশুরবাড়িতে এসে আত্মঘাতী জামাই

এক গ্রামবাসী মুমতাসি বেগম বলেন, “সকালে ঘুম থেকে উঠেই খবরটা পাই ৷ শুনে প্রথমে বিশ্বাস করতে পারিনি ৷ এসে দেখি, ঘটনা সত্যি ৷ বিউটি খুব ভালো মেয়ে ছিল ৷ বিশালের সঙ্গে ওর প্রেম ছিল ৷ বিশালও ভালো ছেলে ৷ কিন্তু ওর মা গত চারমাস ধরে বিউটির জীবন অতিষ্ঠ করে তুলেছিল ৷ সবসময় নোংরা ভাষায় গালিগালাজ করত ৷ বাড়িতে গিয়ে মারত ৷ বিশালের সঙ্গে বিউটির প্রেম নিয়ে সে আমাকেও সন্দেহ করত ৷ আমি প্রতিবাদ করলে আমাকে মারধর করেছে ৷ বিশালের মায়ের জন্যই বিউটি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ৷”

এই ঘটনার জন্য সুমি বিবিকে দায়ী করেছেন বিউটির এক আত্মীয় মইদুল হোসেন ৷ তিনি বলেন, “বিউটি আমার বাড়ি থেকেও ফোনে বিশালের সঙ্গে গল্প করত ৷ ছেলেটা ওকে বলত, মায়ের জন্য সে বিউটিকে ঘরে তুলতে পারছে না ৷ বিউটিকে ঘরে তুলতে ওর মা একমাত্র বাধা দিচ্ছে ৷ আজ সকালে ঘুম থেকে উঠে শুনি, বিউটি ফাঁস লাগিয়ে মারা গিয়েছে ৷ বিউটির বাড়ির সবাই বলছে, সুমি বিবি বাড়িতে এসে তার উপর অত্যাচার করত ৷ আমরা বিশালের পরিবারের কঠোর শাস্তি দাবি করছি ৷”

আরও পড়ুন:স্ত্রীকে পুড়িয়ে হত্যা সাজা! পনেরো বছর পর যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর

চাঁচল থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি ৷ দেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details