মালদা, 20 জুলাই: আত্মীয় যুবকের লালসার শিকার সাত বছরের নাবালিকা(minor girl sexual abused by relative at malda)। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার একটি গ্রামে । পরিবার সূত্রে খবর পেয়ে বিহারে পালিয়ে যাওয়ার আগেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । এদিনই ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর । রক্তাক্ত অবস্থায় নির্যাতিতাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহার থেকে দু’দিন আগেই নির্যাতিতা নাবালিকার বাড়িতে বেড়াতে আসে অভিযুক্ত যুবক । পরিবারের সবাই দিনমজুর হওয়ায় সকালেই মাঠের কাজে চলে যান সবাই ৷ সেই সময় বালিকাটি বাড়িতে একা থাকার সুযোগে তাকে যৌন নির্যাতন করে । মাঠ থেকে বাড়ি ফিরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে চমকে ওঠেন মা । জিজ্ঞেস করলে বালিকাটি সব কথা মাকে খুলে বলে । বিষয়টি জানাজানি হতেই গ্রামে হইচই শুরু হয়ে যায় ।
আরও পড়ুন :সমকামিতার মনোভাবে কিশোরীর সঙ্গে দেখা করতে এলে তরুণীকে বেঁধে মারধরের অভিযোগ