মালদা, 12 অক্টোবর : চারদিন ধরে এক নাবালিকা নিখোঁজ থাকার ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার কালিয়াচক এলাকার ইন্দো-বাংলা সীমান্ত সংলগ্ন একটি গ্রামে । পরিবারের অভিযোগ, তাঁকে অপহরণ করে বিক্রি করে দেওয়া হয়েছে । অভিযোগ গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে নিখোঁজ মেয়েকে ফিরে পেতে পরিবারের লোকজন বৈষ্ণবনগর থানায় অভিযোগ জানায় । কিন্তু, এখনও নাবালিকাকে উদ্ধার করতে পারেনি পুলিশ ৷ ফলে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে নিখোঁজ কিশোরীর পরিবারের লোকজন ৷ যদিও বৈষ্ণবনগর থানার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই নাবালিকাকে উদ্ধারের জন্য সবরকম চেষ্টা চালানো হচ্ছে ।
জানা গিয়েছে, ১১ বছরের ওই নাবালিকাকে কালিয়াচকের একটি বেসরকারি আবাসিক মিশনের ছাত্রী । কোরোনার জন্য এখন সেই মিশন বন্ধ ৷ ফলে লকডাউনের শুরু থেকে বাড়িতেই ছিল সে ৷ গত শুক্রবার গৃহশিক্ষকের কাছে পড়তে যায় ওই নাবালিকা ৷ কিন্তু আর বাড়ি ফেরেনি সে । রাত হয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় বৈষ্ণবনগর থানায় তাঁর নামে একটি মিসিং ডায়ারি করা হয় ৷ কিন্তু দু’দিন পেরিয়ে গেলেও পুলিশ তাঁর সন্ধান পায়নি ৷ এরই মধ্যে নাবালিকার বাড়ির লোকজন জানতে পারে, মেয়ের অন্তর্ধানের সঙ্গে জড়িয়ে রয়েছে গ্রামেরই এক ব্যক্তি ৷ তার নাম রাজীব শেখ ৷ গত শুক্রবার থেকে তাকেও এলাকায় দেখা যাচ্ছে না বলেও দাবি করেন ওই নাবালিকার পরিবারের লোকেরা ।