পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লাগাতার ধর্ষণে গর্ভবতী নাবালিকা, গ্রেফতার দুই আত্মীয় - মালদায় লাগাতার ধর্ষণে গর্ভবতী নাবালিকা

জানা গিয়েছে, প্রায় আড়াই মাস আগে মধু রবিদাসের এক আত্মীয় তাদের বাড়িতে বেড়াতে যায় ৷ অভিযোগ, ছেলে পাপাইয়ের কাছে ওই আত্মীয়ের 15 বছরের মেয়েকে রেখে নিয়মিত বাড়ির বাইরে যেত মধু রবিদাস ৷

নাবালিকা
নাবালিকা

By

Published : May 11, 2021, 10:37 PM IST

মালদা, 11 মে : লাগাতার ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়ল নাবালিকা ৷ এই ঘটনায় পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল থানায় ৷ অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এই যুবক ও তার মাকে ৷

ধৃতদের নাম সুরজিৎ রবিদাস ওরফে পাপাই (20) ও তার মা মধু রবিদাস ৷ বাড়ি পুরাতন মালদার ঝাঁঝরা সংলগ্ন চাকি মোড়ে ৷ জানা গিয়েছে, প্রায় আড়াই মাস আগে মধু রবিদাসের এক আত্মীয় তাদের বাড়িতে বেড়াতে যায় ৷ অভিযোগ, ছেলে পাপাইয়ের কাছে ওই আত্মীয়ের 15 বছরের মেয়েকে রেখে নিয়মিত বাড়ির বাইরে যেত মধু রবিদাস ৷ সেই সুযোগে পাপাই ওই নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করে । বাড়ি ফেরার পরও লজ্জায় পরিবারকে নির্যাতনের কথা জানাতে পারেনি ওই নাবালিকা । সম্প্রতি ওই নাবালিকা বুঝতে পারে সে গর্ভবতী হয়ে পড়েছে । এরপরেই মাকে সমস্ত ঘটনা জানায় । নাবালিকার মা মালদা থানায় অভিযোগ দায়ের করেন ।

আরও পড়ুন : করোনাকালে সাত পাকে বাঁধা নয়, বিয়ে ভাঙলেন মহিলা ডাক্তার

অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে অভিযুক্ত ও তার মাকে গ্রেফতার করে মালদা থানার পুলিশ ৷ মালদা থানা সূত্রে খবর, বিরুদ্ধে ভারতীয় আইনের 376 (2)(1), 109, 506 ও পকসো আইনের 6 ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে মধু রবিদাসের বিরুদ্ধেও । ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details