পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুইসাইড নোটে প্রেমিককে দায়ি করে আত্মঘাতী নাবালিকা - MINOR GIRL

মেয়ে কথা দিয়েছিল প্রেমিকের সঙ্গে সম্পর্ক রাখবে না । কাজ থেকে বাড়ি ফিরে তার মা দেখেন, সে গলায় দড়ি দিয়ে ঝুলছে । প্রেমিকের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে ।

SUICIDE
SUICIDE

By

Published : Aug 9, 2020, 10:24 PM IST

মালদা, ০৯ অগাস্ট : চাঁচলের ঘোষ পাড়ায় সম্পর্কে অবনতির জেরে আত্মহত্যা করল এক নাবালিকা । সুইসাইড নোটে আত্মহত্যার জন্য প্রেমিককেই দায়ি করেছে সে ৷ প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত নাবালিকার বাবা ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ ৷ তবে এখনও অধরা অভিযুক্ত প্রেমিক বিশ্বজিৎ ঘোষ ৷

মৃত নাবালিকার নাম মাম্পি ঘোষ ৷ তার বাবা মংলু ঘোষ সবজি বিক্রেতা । মা পারুল ঘোষ একটি নার্সিংহোমের কর্মী ৷ স্থানীয় রানি দাক্ষায়িনী বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করত ওই নাবালিকা ৷ গত শুক্রবারই ওই স্কুলের একাদশ শ্রেণিতে ভরতি হয় সে ।

স্কুলে ভরতি হওয়ার পর এক আত্মীয়র বাড়ি যায় মাম্পি ৷ সেখানে দু'দিন থাকার পর রবিবার সকালে বাড়ি ফিরে আসে ৷ দুপুরে বাড়িতে কেউ ছিল না ৷ বিকেলে কাজ থেকে ফিরে ঘরে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান পারুল ঘোষ ৷

খবর পেয়ে ঘটনাস্থানে আসে চাঁচল থানার পুলিশ ৷ মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় সুইসাইড নোট ৷ মা'কে লেখা চিঠিতে আত্মহত্যার জন্য প্রেমিক বিশ্বজিৎ ঘোষকে দায়ি করেছে মাম্পি ৷

মাম্পির মা বলেন, "নার্সিংহোমে ডিউটিতে যাওয়ার পথে একদিন সুমিকে একটি ছেলের সঙ্গে দেখতে পাই ৷ আমি ওকে বুঝিয়েছিলাম ৷ বলেছিলাম, এখন যেন কোনও ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে না পড়ে ৷ মেয়ে আমাকে জানিয়েছিল, সে আর ওই ছেলের সঙ্গে মিশবে না ৷ কিন্তু ছেলেটা কিছুতেই মেয়েকে শান্তিতে থাকতে দিত না ৷ ছেলেটার নাম বিশ্বজিৎ ঘোষ ৷ ওর বাড়ি স্থানীয় চণ্ডীপুর এলাকায় ৷ "

তিনি আরও বলেন ,"মেয়ে কথা দিয়েছিল, আর যাই করুক সে কখনও বাড়ি থেকে পালিয়ে যাবে না ৷ গত শুক্রবার আমাদের এক আত্মীয়ের বিয়ে ছিল ৷ আমরা সবাই সেখানে গিয়েছিলাম ৷ আমরা ফিরে এলেও মেয়ে সেখানে থেকে গিয়েছিল ৷ আজ তার বাড়ি ফেরার কথা ছিল ৷ তাই ডিউটিতে যাওয়ার আগে আমি ওর জন্য রান্না করে রেখে গিয়েছিলাম ৷ বাড়ি ফিরে সুমি আমাকে ফোনও করে ৷ মেয়েকে নিয়ে আমার অনেক আশা ছিল ৷ "

চাঁচল থানার IC সুকুমার ঘোষ জানিয়েছেন, "ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে ৷ মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে ৷ এই ঘটনায় মৃতের পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ "

ABOUT THE AUTHOR

...view details