পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minor Girl Body Recovered: কালিয়াচকে নাবালিকার দেহ উদ্ধারে ধর্ষণের পর খুনের অভিযোগ, তদন্তে পুলিশ - তদন্তে পুলিশ

মঙ্গলবার সকালে মালদার কালিয়াচকের উজিরপুর গ্রামে এক নাবালিকার দেহ উদ্ধার হয় ৷ স্থানীয়দের অভিযোগ, ধর্ষণের পর খুন করা হয়েছে মেয়েটিকে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Minor Girl Body Recovered
Minor Girl Body Recovered

By

Published : Apr 25, 2023, 3:15 PM IST

Updated : Apr 25, 2023, 8:32 PM IST

কালিয়াচকে নাবালিকার দেহ উদ্ধারে ধর্ষণের পর খুনের অভিযোগ

কালিয়াচক (মালদা), 25 এপ্রিল: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের যে অভিযোগ উঠেছে, সেই নিয়ে সাধারণ মানুষের রোষের আগুন এখনও নেভেনি ৷ তার মধ্যেই আরও এক নাবালিকার দেহ উদ্ধার ঘিরে হইচই পড়ে গিয়েছে ৷ মঙ্গলবার সকালে মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উজিরপুর গ্রামের একটি ঝিঙে চাষের জমি থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয় ৷

প্রথমে মেয়েটির পরিচয় মেলেনি ৷ পরে পুলিশি তদন্তে পরিচয় সামনে আসে ৷ জানা গিয়েছে, মৃত নাবালিকার বাড়ি পুরাতন মালদা পৌর এলাকায় ৷ সে দশম শ্রেণির ছাত্রী ৷ এলাকারই একটি স্কুলে পড়াশোনা করত ৷ তার বাবা সবজি বিক্রেতা ৷ একমাত্র দাদাও একই ব্যবসা করেন ৷ তারা তিন বোন ৷ সে দ্বিতীয় ৷ পুলিশ গিয়ে মৃতার পরিবারের সঙ্গে কথা বলে ৷

কালিয়াচকে নাবালিকার দেহ উদ্ধারে ধর্ষণের পর খুনের অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে উজিরপুর গ্রামের কয়েকজন কৃষক জমিতে চাষ করতে গিয়েছিলেন ৷ তাঁরাই প্রথমে ঝিঙের জমিতে 14-15 বছরের ওই কিশোরীর দেহ পড়ে থাকতে দেখেন ৷ তাঁদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে দৌড়ে আসেন গ্রামের সবাই ৷ মৃতদেহের মুখ-সহ গোপনাঙ্গ, সব জায়গায় একাধিক আঁচড় ও ক্ষতচিহ্ন রয়েছে বলে স্থানীয়দের দাবি ৷ তা থেকে গ্রামবাসীরা অনুমান করেন, ওই কিশোরীকে গণধর্ষণ করার পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে ৷ তাঁরা খবর দেন কালিয়াচক থানায় ৷ ওই গ্রামের বাসিন্দা চন্দ্রশেখর মণ্ডল বলেন, “দেহ দেখে সবারই মনে হচ্ছে, মেয়েটি গণধর্ষণের শিকার ৷ ধর্ষণের পর তাকে খুন করা হয়েছে ৷ পুলিশ তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে ৷”

মালদার কালিয়াচকে নাবালিকার দেহ উদ্ধারের তদন্তে পুলিশ

এদিকে নাবালিকার দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান কালিয়াচকের এসডিপিও সম্ভব জৈন-সহ পুলিশের অন্য আধিকারিকরা ৷ তদন্ত শুরু হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, খুনের আগে মেয়েটিকে গণধর্ষণ করা হয়েছিল কি না, তা এখনও স্পষ্ট নয় ৷ কালিয়াচকের এসডিপিও সম্ভব জৈন বলেন, “প্রকৃত ঘটনা কী ঘটেছিল তা নিয়ে আমরা তদন্ত করছি ৷ তদন্ত শেষ হলেও এবিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব হবে ৷ গোটা তদন্ত প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হয়েছে ৷ ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ তার রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷”

অন্যদিকে মেয়েটির পরিবারের দাবি অনুযায়ী, এই ঘটনার পিছনে প্রেমের যোগ স্পষ্ট হচ্ছে ৷ মৃতার দিদি বলেন, “বোনের সঙ্গে একটি ছেলের প্রেম ছিল ৷ কয়েক মাস আগেই তাদের সম্পর্ক গড়ে ওঠে ৷ গতকাল ছেলেটি বোনকে ফোন করে জানায়, সে বিষ পান করে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে ৷ বোন যেন তাড়াতাড়ি তার সঙ্গে দেখা করে ৷ বোনকে সে মহদিপুরে ডেকে পাঠায় ৷ বোনকে বাড়ির কেউ মহদিপুরে যেতে দিতে রাজি হয়নি ৷ ছেলেটিকে সে সেকথা জানায় ৷ ছেলেটি ওকে বলে, সে না গেলে ও তখনই আত্মহত্যা করবে ৷ শেষ পর্যন্ত বিকেলে বোন বাড়ি থেকে 200 টাকা চুরি করে পালিয়ে যায় ৷ তারপর থেকে তার আর কোনও খোঁজ মিলছিল না ৷’’

মালদার কালিয়াচকে নাবালিকার দেহ উদ্ধারের তদন্তে পুলিশ

মৃতার দিদি আরও জানিয়েছে, রাত 12টা নাগাদ মেয়েটি তার মাকে ফোন করে সকালে বাড়ি ফেরার কথা জানায় ৷ কিন্তু সকালে তারা দেহ উদ্ধারের বিষয়টি জানতে পারে ৷ তারাও মেয়েটিকে খুন করা হয়েছে বলে অনুমান করছে ৷ এক্ষেত্রে সন্দেহের তির মেয়েটির প্রেমিকের দিকেই ৷

অন্যদিকে স্থানীয় বাসিন্দা প্রভাসচন্দ্র মণ্ডল বলেন, “আমরা এর বিচার চাই ৷ যদি পুলিশ দোষীদের গ্রেফতার করতে না পারে, তবে প্রয়োজনে সিআইডি কিংবা সিবিআই তদন্ত হোক ৷ এই ঘটনায় আমাদের দু’টি অঞ্চলের সবাই সন্ত্রস্ত ৷ কেউ ঘরের মেয়েদের বাইরে বেরোতে দিতে রাজি হচ্ছে না ৷ পুলিশ দোষীদের দ্রুত গ্রেফতার না করতে পারলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব ৷’’

মালদার কালিয়াচকে নাবালিকার দেহ উদ্ধারের তদন্তে পুলিশ

ফলে এই ঘটনায় ইতিমধ্যেই চাপা উত্তেজনা তৈরি হয়েছে এলাকায় ৷ পুলিশও দ্রুত অভিযুক্ত বা অভিযুক্তদের গ্রেফতার করতে তৎপর ৷ তবে এই ঘটনার পিছনে মাদক মাফিয়াদেরও যোগ থাকতে পারে বলে মনে করছে পুলিশের একাংশ ৷ কারণ, যে জায়গা থেকে কিশোরীর দেহ উদ্ধার হয়েছে, তার পাশ দিয়েই বয়ে গিয়েছে পাগলা নদী ৷ উজিরপুর গ্রাম থেকে সামান্য দূরেই বাংলাদেশ সীমান্ত ৷ উজিরপুরের পশ্চিমদিকে মোজমপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গানারায়ণপুর গ্রাম ৷ একদিকে ইংরেজবাজারের মহদিপুর, অন্যদিকে শাহবাজপুর ৷ গোটা এলাকাই ইন্দো-বাংলা সীমান্তে ৷ মাদক কারবারের জন্য কুখ্যাত এসব এলাকা ৷

পুলিশের একাংশের প্রশ্ন, তবে কি ওই কিশোরী কোনও মাদক কারবারির প্রেমে পড়েছিল ? গোটা চক্রের শরীরের খিদে মেটাতেই কি তাকে প্রেমের জালে ফাঁসিয়ে এলাকায় টেনে আনা হয়েছিল ? এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে পুলিশ ৷ নিহত কিশোরীর মোবাইল ফোনটিও উদ্ধারের চেষ্টা চলছে ৷ পুলিশের অনুমান, সেই ফোনে থাকতে পারে আরও অনেক তথ্য ৷

আরও পড়ুন:কালিয়াগঞ্জের ঘটনায় বরখাস্ত 'অমানবিক' চার পুলিশ আধিকারিক

Last Updated : Apr 25, 2023, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details