মালদা, 10 সেপ্টেম্বর : মহরমের তাজিয়ায় লাঠিখেলা দেখতে গিয়ে গুলিবিদ্ধ হল নাবালক৷ নাম আবদুল রাজ্জাক (7) ৷ রাতুয়ার বাহারাল গ্রাম পঞ্চায়েতের হাজিপুর গ্রামের মধ্য সাহাপুর এলাকার ঘটনা ৷ বর্তমানে সে মালদা শহরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন৷
আবদুল বাহারাল প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র । ওই এলাকাতেই তার বাড়ি । আজ সন্ধেবেলা মহরম উপলক্ষ্যে একটি তাজিয়া আবদুলের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল৷ পরিবারের লোকজনের সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে তাজিয়া দেখছিল আবদুলও ৷ সেইসময় হঠাৎ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে । তার পরিবারের সদস্যরা দেখে, বুকের পাশে ও পায়ে গুলি লেগেছে আবদুলের৷ তড়িঘড়ি তাকে মালদা শহরের একটি নার্সিংহোমে ভরতি করা হয় ৷