মালদা, 9 অগস্ট: নেশার জন্যই খুন করা হয়েছিল রতুয়ায় নাবালককে (Minor Boy Murder Case)। খুনের ঘটনায় মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ ধৃতদের চাঁচল মহকুমা আদালতে তোলা হচ্ছে । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম নির্মল মণ্ডল ও কানাই মণ্ডল । দু'জনেরই বাড়ি রতুয়া 1 নম্বর ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর গ্রামে । এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা নিয়ে তদন্ত চালাচ্ছে রতুয়া থানার পুলিশ ।
উল্লেখ্য, শনিবার সাতসকালে কাহালা গ্রাম পঞ্চায়েতের মনিপুর গ্রামের একটি জলাশয় থেকে আকাশ ভগত নামে 12 বছরের এক নাবালকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় । বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ওই জলাশয় । আকাশের বাবা জগ্গু ভগত পেশায় শ্রমিক । তাঁরা তিন ভাই । আকাশ ছিল সবার ছোট । শুক্রবার রাতে সে ওই গ্রামেরই ভাদুরাম মণ্ডলের বাড়িতে মনসার গান শুনতে গিয়েছিল । রাত আড়াইটে পর্যন্ত সে সেখানে ছিল । কিন্তু তারপর সে আর বাড়ি ফিরে যায়নি । শেষপর্যন্ত পরদিন সকালে তার মৃতদেহ উদ্ধার হয় । কে বা কারা, কেন তাকে খুন করল, তা নিয়ে ধন্ধে পড়ে যায় পরিবারের লোকজন, এমনকি পুলিশও ।
এরপরেই পুলিশি তদন্তে উঠে আসে নেশার বিষয়টি । পুলিশ জানতে পারে, আকাশ নেশায় আসক্ত ছিল । সেই সূত্রেই তারসঙ্গে বন্ধুত্ব ছিল নির্মল ও কানাইয়ের । তারাও একই নেশায় আসক্ত । আকাশ প্রতিদিন বিশেষ এক ধরনের আঠার নেশা করত ৷ প্রতিদিন তার ওই আঠার চারটি টিউব লাগত । দাম 100 টাকা । নেশার টাকা জোগাড় করতে মাঝেমধ্যে আকাশ ছোটখাটো চুরিও করত । কিছুদিন আগে সে কানাইয়ের বাড়ির সামনে রাখা একটি ভাঙা সাইকেল চুরি করে বিক্রি করে দেয় । সেকথা জানতে পেরে কানাই তার কাছে সাইকেল ফেরত চায় । সাইকেল না দিতে পারলে আকাশকে টাকা দিতে বলে। না দিলে দেখে নেওয়ার হুমকি দেয় । আকাশ তার কথা গ্রাহ্য করেনি ।