মালদা, 26 অগস্ট: ফোনটা কানে ধরে কেঁদেই যাচ্ছিলেন নাসেমা বিবি । খাসমহলে কোশির ধারে ঘর ছিল তাঁর । মাত্র দু’দিন আগে সেই ঘর গিলে নিয়েছে মরা নদী । স্বামী অথর্ব । ছেলে ভিন রাজ্যে কাজ করতে গিয়েছে । বিপন্ন মুহূর্তে ছেলেকে ঘরে ফেরার তাগাদা দিচ্ছিলেন তিনি । কখন যে নদী দিয়ে মন্ত্রীর লঞ্চ চলে গেল তা ঠাহর করতে পারেননি (Malda villages affected by koshi river erosion)। এমনই ঘটনা বৃহস্পতিবার প্রত্যক্ষ করলেন মালদার একাধিক গ্রামের বাসিন্দারা ৷
মালদার খাসমহল আর জঞ্জালিটোলা গ্রাম এখন বিনিদ্র রাত কাটাচ্ছে । মরা কোশি নদী এখন ফুঁসছে পাগলের মতো । এখন তার স্রোতের শব্দ পাহাড়ি নদীকেও যেন হার মানাচ্ছে । প্রতিদিন নিজের কোলে টেনে নিচ্ছে জমি, বাড়ি (Malda koshi river erosion)। নদীর ধারে থাকা বাড়িগুলিতেই প্রথমে নজর পড়েছে তার । এগোচ্ছে গ্রামের দিকেও ।
আরও পড়ুন :কোশির দাপটে বিপন্ন একাধিক গ্রাম, ঘুম উড়েছে স্থানীয়দের