পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sabina Yeasmin on Kaliachak: মালদায় নাবালিকার খুন 'সামাজিক অবক্ষয়', বললেন মন্ত্রী সাবিনা - মেয়ে কী করে মোবাইল হাতে পেল

আজ পুরনো মালদায় নাবালিকার শেষকৃত্য সম্পন্ন হবে ৷ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন ৷ একটি অতি সাধারণ ঘরের মেয়ে কী করে মোবাইল হাতে পেল, তা নিয়েও প্রশ্ন উঠেছে ৷

Kaliachak Minor Girl Death
কালিয়াচকে নাবালিকা ধর্ষণ ও খুন

By

Published : Apr 26, 2023, 10:59 AM IST

মালদায় নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে সামাজিক অবক্ষয় বললেন সাবিনা ইয়াসমিন

মালদা, 26 এপ্রিল: একের পর এক নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ মঙ্গলবার সকালে মালদার ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে পুরনো মালদায় একটি ক্ষেত থেকে নাবালিকার (15) মৃতদেহ উদ্ধার হয় ৷ দেহ উদ্ধারের 12 ঘণ্টার মধ্যেই অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতের বিরুদ্ধে খুন ছাড়াও পকসো আইনে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে ৷ পুলিশ সুপার জানিয়েছেন, তদন্ত চলছে ৷

সূত্রে জানা গিয়েছে, সবজি বিক্রি করে ওই নাবালিকার সংসার চলে ৷ তাই প্রশ্ন উঠছে, সাধারণ ঘরের মেয়ে কীভাবে মোবাইল ফোনে কালিয়াচকের যুবকের সঙ্গে যোগাযোগ করল ৷ যুবককে না-দেখেও কীভাবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হল সেটাও ভাবাচ্ছে তদন্তকারীদের ৷ মাত্র কয়েক মাসের পরিচয়ে কেন তার ডাকে সাড়া দিয়ে বাড়ি থেকে পালাল ওই নাবালিকা ? সেই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে।

নির্যাতিতা নাবালিকার দেহের দখল নিয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিজেপি-সিপিএমের প্রকাশ্য কাজিয়া থেকে শুরু করে কালিয়াগঞ্জে ঘটনার মতো খুনিকে দ্রুত গ্রেফতারের দাবিতে গেরুয়া শিবিরের পথ অবরোধ চলে দিনভর ৷ ময়নাতদন্তের পর যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে রাতে পুলিশ কিশোরীর মৃতদেহ তার বাড়িতে পৌঁছে দেয় ৷ কিশোরীকে শেষ বিদায় জানাতে সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিধায়ক গোপালচন্দ্র সাহা, পুরনো মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ-সহ অন্যরা ৷

সামাজিক অবক্ষয়ের এই জ্বলন্ত উদাহরণে উদ্বেগ প্রকাশ করেন সাবিনা ৷ তিনি এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেন ৷ প্রশাসনের তরফে তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি ৷ মন্ত্রী জানান, শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতে এমন ঘটনা ঘটছে ৷ এসব নিয়ে রাজনীতি করা উচিত নয় ৷ বরং কীভাবে এমন ঘটনা পুরোপুরি বন্ধ করা যায়, তা ভেবে দেখা উচিত ৷ এখন অল্প বয়সি ছেলেমেয়েরা এইসব ঘটনা ঘটাচ্ছে, আক্ষেপ সাবিনা ইয়াসমিনের ৷ তিনি এই ঘটনাকে সামাজিক অবক্ষয়ের উদাহরণ বলে তুলে ধরেন ৷ এরকম ঘটনা যাতে আর না-ঘটে তার জন্য পরিবারের সচেতনতা প্রয়োজন বলে জানান মন্ত্রী ৷

সাংসদ খগেন মুর্মু জানান, মেয়েটির পরিবার ভীষণ গরিব ৷ দিন আনি দিন খাই পরিবারের মেয়ে কীভাবে এমন ঘটনার শিকার হল, তা নিয়ে তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন ৷ নারীদের সুরক্ষিত রাখতে পুলিশকে আরও সদর্থক ভূমিকা নিতে হবে বলে জানিয়েছেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ৷

আরও পড়ুন: কালিয়াচকে নাবালিকার দেহ উদ্ধারে ধর্ষণের পর খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

ABOUT THE AUTHOR

...view details