মালদা, 11 নভেম্বর: ঘটনার 24 ঘণ্টা পেরিয়েছে । এখনও থমথমে পরিবেশ মোথাবাড়ি জুড়ে (Malda Student Death)। এলাকা শান্ত রাখতে চলছে পুলিশি টহল । আপাতত আটক করা হয়েছে পাঁচ জনকে । অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে স্কুল । মৃত ছাত্রের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন (Sabina Yasmin)।
গতকাল দুপুরে টিফিনের সময় স্কুলের প্রাচীর ভেঙে মৃত্যু হয়েছে এক পড়ুয়ার । গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও এক পড়ুয়া । ঘটনাকে কেন্দ্র করে গতকাল রণক্ষেত্রর চেহারা নেয় মোথাবাড়ি হাইস্কুল চত্বর । পড়ুয়াদের সঙ্গে ক্ষিপ্ত জনতা স্কুল চত্বরে ভাঙচুর চালায় । বাধা দিতে গেলে পুলিশে উপরও হামলা চালানো হয় । ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতেও । মোথাবাড়ি থানার ওসি হারাধন দেব-সহ পাঁচ পুলিশকর্মী আহত হন । রাতেই ঘটনাস্থলে যান পুলিশ সুপার ।
এ দিকে, জিসান শেখের (17) মৃতদেহের ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে । আজ সকালে ওই পরিবারের সঙ্গে দেখা করতে যান মন্ত্রী সাবিনা ইয়াসমিন । তাঁকে ঘিরেই বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । পরে মৃতদেহ কবরস্থ করা হয় ।