মালদা, 31 জানুয়ারি: মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সকাল থেকেই নিয়তি সরকারের শোকস্তব্ধ পরিবারের পাশে রয়েছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম (Minister Firhad Hakim) ৷ সকালে তিনি নিয়তির পরিবারকে সান্তনা জানাতে যান ৷ গাজোলের সভা শেষে ফের সেই বাড়িতে আসেন ৷ রাজ্য সরকারের তরফে নিয়তির মেয়ের হাতে দু'লক্ষ টাকার চেক তুলে দেন (check to victim family) ৷ পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথাও জানান তিনি ৷ ফিরহাদের সঙ্গে ছিলেন রাজ্যের আরও দুই মন্ত্রী বিপ্লব মিত্র ও সাবিনা ইয়াসমিন এবং রাজ্যসভার সাংসদ মৌসম নুর ৷
উল্লেখ্য, সোমবার রাতে প্রশাসনিক প্রশিক্ষণ নিতে মালদা থেকে গাজোলে মুখ্যমন্ত্রীর সভা মঞ্চে যাচ্ছিলেন 55 বছরের নিয়তি ৷ তিনি পুরাতন মালদা পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ মহানন্দা নদীর বাঁধের ধারে তাঁর বাড়ি ৷ স্বামী আগেই প্রয়াত হয়েছেন ৷ দুই মেয়ে নিয়েই ছিল তাঁর সংসার ৷ গতকাল আরও অনেকের সঙ্গে নিয়তি দুর্ঘটনার কবলে পড়া বেসরকারি বাসটিতে চেপেছিলেন ৷ শেষ পর্যন্ত প্রশাসনের প্রশিক্ষণ নেওয়া হয়নি তাঁর ৷ ময়নাতদন্তের পর আজ দুপুরে তাঁর দেহ বাড়িতে ফিরে এসেছে ৷
দুর্ঘটনার খবর পেয়ে গতকাল রাতেই মালদা মেডিক্যালে যান ফিরহাদ ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ সকালে তিনি নিয়তির বাড়ি যান ৷ কথা বলেন তাঁর পরিবার পরিজনদের সঙ্গে ৷ পাশে থাকার আশ্বাসও দেন ৷ এদিকে গাজোলের সভা মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নির্দেশ দেন, সভা শেষে নিয়তির পরিবারের সদস্যদের হাতে দু'লক্ষ টাকার সাহায্যের চেক তুলে দিতে হবে ৷ সেই নির্দেশ মেনে তিনি সভা শেষে ফের নিয়তির বাড়িতে চলে আসেন ৷ চেক তুলে দেন তাঁর মেয়ের হাতে ৷