পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Compensation for Malda Accident Victim: মালদার দুর্ঘটনায় নিহতের পরিবারের হাতে সাহায্য তুলে দিলেন ফিরহাদ

মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবারের মালদার দুর্ঘটনায় মৃত নিয়তি সরকারের বাড়িতে ফিরহাদ হাকিম (Minister Firhad Hakim) ৷ মেয়ের হাতে তুলে দিলেন সাহায্যের চেক ৷

Malda Accident
মালদার দুর্ঘটনা

By

Published : Jan 31, 2023, 10:08 PM IST

নিহতের পরিবারের হাতে সাহায্য তুলে দিলেন ফিরহাদ

মালদা, 31 জানুয়ারি: মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সকাল থেকেই নিয়তি সরকারের শোকস্তব্ধ পরিবারের পাশে রয়েছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম (Minister Firhad Hakim) ৷ সকালে তিনি নিয়তির পরিবারকে সান্তনা জানাতে যান ৷ গাজোলের সভা শেষে ফের সেই বাড়িতে আসেন ৷ রাজ্য সরকারের তরফে নিয়তির মেয়ের হাতে দু'লক্ষ টাকার চেক তুলে দেন (check to victim family) ৷ পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথাও জানান তিনি ৷ ফিরহাদের সঙ্গে ছিলেন রাজ্যের আরও দুই মন্ত্রী বিপ্লব মিত্র ও সাবিনা ইয়াসমিন এবং রাজ্যসভার সাংসদ মৌসম নুর ৷

উল্লেখ্য, সোমবার রাতে প্রশাসনিক প্রশিক্ষণ নিতে মালদা থেকে গাজোলে মুখ্যমন্ত্রীর সভা মঞ্চে যাচ্ছিলেন 55 বছরের নিয়তি ৷ তিনি পুরাতন মালদা পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ মহানন্দা নদীর বাঁধের ধারে তাঁর বাড়ি ৷ স্বামী আগেই প্রয়াত হয়েছেন ৷ দুই মেয়ে নিয়েই ছিল তাঁর সংসার ৷ গতকাল আরও অনেকের সঙ্গে নিয়তি দুর্ঘটনার কবলে পড়া বেসরকারি বাসটিতে চেপেছিলেন ৷ শেষ পর্যন্ত প্রশাসনের প্রশিক্ষণ নেওয়া হয়নি তাঁর ৷ ময়নাতদন্তের পর আজ দুপুরে তাঁর দেহ বাড়িতে ফিরে এসেছে ৷

দুর্ঘটনার খবর পেয়ে গতকাল রাতেই মালদা মেডিক্যালে যান ফিরহাদ ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ সকালে তিনি নিয়তির বাড়ি যান ৷ কথা বলেন তাঁর পরিবার পরিজনদের সঙ্গে ৷ পাশে থাকার আশ্বাসও দেন ৷ এদিকে গাজোলের সভা মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নির্দেশ দেন, সভা শেষে নিয়তির পরিবারের সদস্যদের হাতে দু'লক্ষ টাকার সাহায্যের চেক তুলে দিতে হবে ৷ সেই নির্দেশ মেনে তিনি সভা শেষে ফের নিয়তির বাড়িতে চলে আসেন ৷ চেক তুলে দেন তাঁর মেয়ের হাতে ৷

নিয়তি সরকারের বাড়িতে ফিরহাদ হাকিম

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর সভাস্থলে প্রশিক্ষণ নিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত 2, আহত অন্তত 40

আজ দুপুরে মুখ্যমন্ত্রীর সভা থাকলেও সোমবার রাতে প্রশাসন কেন উপভোক্তাদের প্রশিক্ষণ নিতে গাজোল নিয়ে যাচ্ছিল, দুর্ঘটনার পরেই তা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ সেই প্রশ্ন ছিল খোদ রাজ্যের পৌরমন্ত্রীরও ৷ আজ তিনি অবশ্য প্রশাসনকে আড়াল করার চেষ্টা করেছেন ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশে দু'লক্ষ টাকার চেক মৃত নিয়তি সরকারের পরিবারের সদস্যের হাতে তুলে দিলাম ৷ তিনি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে দুর্ঘটনায় মারা গিয়েছেন ৷ তাই তাঁর পরিবারের একজন সদস্যকে স্থায়ী সরকারি চাকরি দেওয়া হবে ৷"

ফিরহাদ বলেন, "তাঁর শ্রাদ্ধের কাজ মিটে গেলে আমরা স্পেশাল কোটায় পরিবারের একজন সদস্যকে সেই চাকরি দেব ৷ দুর্ঘটনায় মৃত কালিয়াগঞ্জের মহিলার স্বামীকেও সেই চাকরি দেওয়া হবে ৷ বাসচালকের গাফিলতিতেই গতকাল দুর্ঘটনাটি ঘটেছে ৷ মুখ্যমন্ত্রীর সভা মঞ্চে ডেমোর জন্য উপভোক্তাদের গতকাল গাজোল নিয়ে যাওয়া হচ্ছিল ৷"

আরও পড়ুন:দুর্ঘটনায় ও ভিনরাজ্যে নিহতদের পরিবারকে সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details