পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 22, 2020, 4:50 PM IST

ETV Bharat / state

পাঁচিল দেওয়া নিয়ে বিবাদে প্রতিবেশীর হাতে প্রৌঢ় খুন

দুই পরিবারের মধ্যে গত 3-4 দিন ধরেই ঝামেলা চলছিল ৷ গতকাল রাতে গণেশ সরকার ও তার লোকজন আচমকাই নিমাইবাবুর বাড়ি এসে তাঁর উপর লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ৷

men Murdered by neighbor at malda
men Murdered by neighbor

মালদা, 22 অক্টোবর : বাড়ির পাঁচিল নির্মাণকে কেন্দ্র করে গোলামাল ৷ তার জেরে প্রতিবেশীর হাতে খুন হলেন এক ব্যক্তি ৷ তাঁকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ওই ব্যক্তির ভাই ও বোন ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁরাও বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন ৷ ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার কেন্দুডাঙা গ্রামে ৷ এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে প্রতিবেশী গনেশ সরকার ও আরও 9 জনের বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ দু’জনকে আটক করেছে পুলিশ ৷ বাকিদের খোঁজে পুলিশি তল্লাশি চলছে ৷ আজ মালদা মেডিকেলে নিহতের দেহের ময়নাতদন্ত করা হয়েছে ৷

প্রতিবেশীর হাতে প্রৌঢ় খুন ৷

মৃতের নাম নিমাই বর্মণ ৷ বয়স 52 বছর ৷ পেশায় কৃষিজীবী ৷ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি নিমাইবাবু তাঁর বাড়ির সীমানায় পাঁচিল তোলার কাজ শুরু করেন ৷ এনিয়েই পাশের বাড়ির লোকজনের সঙ্গে তাঁর বিবাদ শুরু হয় ৷ পাশের বাড়ির মালিক গণেশ সরকার তাঁকে পাঁচিল তুলতে বাধা দেয় ৷ এই নিয়ে দুই পরিবারের মধ্যে গত 3-4 দিন ধরেই ঝামেলা চলছিল ৷ এর মধ্যে গতকাল রাতে গণেশ সরকার ও তার লোকজন আচমকাই নিমাইবাবুর বাড়ি এসে তাঁর উপর লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ৷ নিমাইবাবুর মাথায় লোহার রড দিয়ে একাধিকবার আঘাত করা হয় ৷ তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন ভাই নিতাই বর্মণ (46) ও বোন তুলসি বর্মণও (33) ৷ গ্রামবাসীরা ঘটনাস্থানে ছুটে এলে পালিয়ে যায় গণেশ সরকার ও তার সঙ্গের লোকজন ৷ পরিবার ও গ্রামের বাসিন্দারা তড়িঘড়ি আহত 3 জনকে স্থানীয় বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখান থেকে তাঁদের রেফার করা হয় মালদা মেডিকেলে ৷ মেডিকেলের চিকিৎসকরা নিমাইবাবুকে তৎক্ষণাৎ কলকাতায় রেফার করে ৷ কিন্তু কলকাতা নিয়ে যাওয়ার পথে বর্ধমানের কাছে রাস্তাতেই মৃত্যু হয় নিমাই বর্মণের ৷

নিমাই বর্মণের পরিবারের সদস্য বিনয় বর্মন বলেন, “জায়গা জমি নিয়েই বিবাদ ৷ নিমাইবাবু একটি পুরোনো বাড়িসহ জায়গা কেনেন ৷ সেই বাড়িটি ভাঙচুর করার পর থেকেই গণেশ সরকারের সঙ্গে তাঁর বিবাদ শুরু হয় ৷ এরই মধ্যে তিনি জমিতে পাঁচিল দিচ্ছিলেন ৷ গতকাল রাতে হঠাৎ ওরা লাঠি ও লোহার রড দিয়ে আক্রমণ করে ৷”

হবিবপুর থানার পুলিশ জানিয়েছে, "ঘটনায় 10 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে আজ গণেশ সরকার ও তার ভাই কার্তিক সরকারকে আটক করা হয়েছে ৷ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷ আজই মালদা মেডিকেলে মৃত নিমাই বর্মনের মৃতদেহের ময়নাতদন্ত করানো হয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details