মালদা, 21অগস্ট: পণের দাবিতে বধূ হত্যা ৷ হাত-পা বেঁধে মারধর করে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ স্বামী-সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে । রবিবার রাতে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকার ঘটনা । মৃত গৃহবধূর নাম জুলি পারভিন (20)। বাড়ি হরিশ্চন্দ্রপুরের খরা গ্রামে । এই ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকজন ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় 8 মাস আগে হরিশ্চন্দ্রপুরের শ্রীপুর এলাকার বাসিন্দা জাহাঙ্গির আলমের সঙ্গে বিয়ে হয়েছিল জুলির । পরিবারের অভিযোগ, বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ 50 হাজার টাকা, সোনার অলংকার-সহ নানা আসবাবপত্র দেওয়া হয়েছিল ৷ অভিযোগ, সেই টাকা দিয়ে জাহাঙ্গীর জুয়া খেলে ৷ হেরে যাওয়ার পর ফের 1 লক্ষ টাকা দাবি করে জাহাঙ্গির । সেই টাকা না দেওয়ায় জুলির ওপর শারীরিক নির্যাতন চলতে থাকে । রবিবার রাতে ফের পণের জন্য জুলির ওপর নির্যাতন চালায় জাহাঙ্গির সহ পরিবারের লোকজন । অভিযোগ, হাত-পা বেঁধে মারধর করে ইলেকট্রিকের শক দেওয়া হয় । পরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যলেজে পাঠায় পুলিশ। এই ঘটনায় জুলির স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকজন ।