মালদা , 2 এপ্রিল : নিয়ম বহির্ভূতভাবে কর্মী নিয়োগের অভিযোগ তুলে জেলাশাসকের দ্বারস্থ হলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অস্থায়ী কর্মীরা । আজ তাঁরা হাসপাতালের প্রশাসনিকভবনের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখায় । পরে অস্থায়ী কর্মীদের পক্ষ থেকে জেলাশাসকের কাছে বেআইনিভাবে কর্মী নিয়োগের অভিযোগ জানানো হয়েছে ।
মালদায় বেআইনিভাবে কর্মী নিয়োগের অভিযোগ - মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল
মালদা মেডিকেলের অস্থায়ী কর্মীদের দাবি , দীর্ঘদিন তাঁরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিষেবা দিয়ে আসছেন ৷কিন্তু তাঁদের স্থায়ীকরণ হয়নি ৷ অথচ তাঁদের পরিবর্তে বেআইনিভাবে মালদা মেডিকেলে অস্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে ।
মালদা মেডিকেলের অস্থায়ী কর্মীদের দাবি , দীর্ঘদিন তাঁরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিষেবা দিয়ে আসছেন । তাঁদের মধ্যে অনেকেই আবার বিনা পারিশ্রমিকে রোগীদের সেবা করছে । দীর্ঘদিনের দাবির পরেও এখনও তাঁদের স্থায়ীকরণ হয়নি । অথচ তাঁদের পরিবর্তে বেআইনিভাবে মালদা মেডিকেলে অস্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে । তাঁদের আরও দাবি, তাঁদের সমস্ত নথিপত্র স্বাস্থ্যভবনে পাঠানো হয়েছে । সেই নথিপত্র অনুমোদন না করে বেআইনিভাবে বাইরের কিছু ব্যক্তির নথিপত্রের অনুমোদন করানো হয়েছে । সারা দেশের সঙ্গে মালদা মেডিকেলের স্বাস্থ্যকর্মীরাও কোরোনা মোকাবিলায় একজোট হয়ে কাজ করছে । তবে কেন এই সময়ে তাঁদের এমন সমস্যার সম্মুখীন হতে হবে ? বাধ্য হয়ে তাঁরা এবিষয়ে জেলাশাসকের হস্তক্ষেপ দাবি করছেন । যতদিন পর্যন্ত তাঁদের এই সমস্যার সমাধান না হবে , ততদিন আন্দোলন চলবে বলেও জানান অস্থায়ীকর্মীরা ।
যদিও এবিষয়ে প্রশাসনিক কর্তা কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।