পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Coronavirus Positive: রাজ্যে ফের করোনার হদিশ ! কলকাতা থেকে ফিরতেই 'পজিটিভ' মালদা মেডিক্যালের ছাত্র - কোভিড 19

করোনায় আক্রান্ত হলেন এক ডাক্তারি পড়ুয়া (Medical Student tested Coronavirus Positive) ৷ মালদা মেডিক্যালের ওই ছাত্র সদ্য তাঁর কলকাতার বাড়ি থেকে কলেজে ফেরেন ৷

Medical Student tested Coronavirus Positive in Malda
ফাইল ছবি

By

Published : Mar 9, 2023, 4:27 PM IST

ফের করোনার হদিশ

মালদা, 9 মার্চ: ফের রাজ্যে করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে এল ৷ ভাইরাসের কবলে পড়েছেন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক ডাক্তারি পড়ুয়া (Medical Student tested Coronavirus Positive) ৷ হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, ওই পড়ুয়া ভালো রয়েছেন ৷ তাঁর মধ্যে করোনার অত্যন্ত মৃদু উপসর্গ রয়েছে ৷ তাঁকে ছাত্রাবাসেরই একটি ঘরে বাকিদের থেকে আলাদা করে রাখা হয়েছে ৷ ছাত্রাবাসের সর্বত্র স্যানিটাইজড করা হয়েছে ৷

গত 28 জানুয়ারি রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে শেষবারের মতো কোভিড ব্যুলেটিন প্রকাশ করা হয় ৷ করোনার প্রকোপ একেবারে তলানিতে এসে ঠেকায়, তারপর থেকে আর কোনও কোভিড বুলেটিন প্রকাশ করা হয়নি ৷ 28 জানুয়ারির সেই বুলেটিনে জানানো হয়েছিল, নতুন বছরে রাজ্যে মাত্র 6 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ বিশ্বস্ত সূত্রের খবর, 28 জানুয়ারির পরবর্তী কয়েকদিনের পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্বাস্থ্য ভবন নিশ্চিত হয়ে গিয়েছিল যে রাজ্যে নতুন করে আর কোনও কোভিড সংক্রমণের ঘটনা ঘটেনি ৷ প্রতিটি জেলা থেকে তেমনই রিপোর্ট পাঠানো হয়েছিল স্বাস্থ্য দফতরে ৷ ফলে কোভিড নিয়ে মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলিতে খানিকটা ঢিলেমিও এসে গিয়েছিল ৷ কিন্তু গত সোমবার মালদা মেডিক্যালের এক পড়ুয়ার লালারস পরীক্ষায় কোভিড সংক্রমণ ধরা পড়ে ৷ বিষয়টি নজরে আসতেই আর কোনও ঝুঁকি নেয়নি কর্তৃপক্ষ ৷ করোনা প্রোটোকল মেনে সমস্ত বন্দোবস্ত করা হয় ৷ কলকাতার বাসিন্দা ওই পড়ুয়া সম্প্রতি বাড়ি গিয়েছিলেন ৷ সেখান থেকে ফেরার পরই তাঁর শরীরে করোনা ধরা পড়ে ৷

আরও পড়ুন:করোনার মতো এবার অ্যাডিনো ভাইরাস মোকাবিলার জন্যও প্রশিক্ষণের ভাবনা রাজ্যের

মালদা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যক্ষ তথা হাসপাতালের সুপার পুরঞ্জয় সাহা এই প্রসঙ্গে ইটিভি ভারতকে জানান, "গত কয়েক মাস ধরে মালদা জেলা কোভিড নেগেটিভ ছিল ৷ কিন্তু গত সোমবার আমাদের কলেজের প্রথম বর্ষের এক ছাত্রের লালারসের আরটিপিসিআর পরীক্ষায় কোভিড ধরা পড়েছে ৷ ওই ছাত্র আমাদের হস্টেলেই থাকেন ৷ তাঁকে নিভৃতবাসে রাখা হয়েছে ৷ ওই ছাত্রের শরীরে করোনার সামান্য উপসর্গ ধরা পড়েছে ৷ সম্প্রতি তিনি বাড়ি গিয়েছিলেন ৷ সেখান থেকে ফেরার পর তাঁর গলাব্যথা শুরু হয় ৷ তারপরই তাঁর লালারসের আরটিপিসিআর পরীক্ষা করা হয় ৷ ইতিমধ্যেই সমস্ত হস্টেল জীবাণুমুক্ত করা হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত হস্টেলের অন্যান্য পড়ুয়াদের শরীরে কোভিডের কোনও উপসর্গ ধরা পড়েনি ৷ আক্রান্ত ছাত্রটিও বাড়ি থেকে ফেরার পর নিজের ঘরেই ছিলেন ৷ অন্য কোনও পড়ুয়ার মধ্যে কোভিডের কোনও উপসর্গ ধরা পড়লে তাঁদেরও লালারসের আরটিপিসিআর করা হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details