মালদা, 13 মার্চ:সাগরদিঘির বিধায়ক তাঁর সঙ্গে দেখা করে নাকি বলেছিলেন, তিনি তৃণমূলের লোক ৷ সেকথা প্রকাশ্যেই জানিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) ৷ সেই ইস্যুতে আজ স্পিকারকে একহাত নিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) ৷ এমনকী স্পিকারকে তিনি 'তৃণমূলের চামচা' বলেও তোপ দাগেন ৷ সমালোচনা করেন লোকসভার স্পিকার ওম বিড়লারও ৷ তিনি আজ মমতা-শুভেন্দুর আঁতাত নিয়েও মন্তব্য করেন ৷
পঞ্চায়েত নির্বাচনের আগে সাংগঠনিক বৈঠকে আজ মালদায় আসেন সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ বৈঠক শুরুর আগে দলের জেলা কার্যালয় মিহির দাস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ একাধিক ইস্যুতে আজ তিনি তৃণমূল ও বিজেপির সমালোচনা করেন ৷ তিনি বলেন, "এবারের পঞ্চায়েত নির্বাচন একটা বড় চ্যালেঞ্জ ৷ আমরা গত কয়েক মাস ধরে প্রতিটি জেলার নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে বলেছিলাম ৷ এর সঙ্গে সিপিএম দুর্নীতি আর দুষ্কৃতীর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে ৷ লুটেরাদের হাত থেকে পঞ্চায়েত পুনরুদ্ধারের চেষ্টা করছে ৷ যে উদ্দেশ্যে বামফ্রন্ট সরকার পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তুলেছিল, সেসব উদ্দেশ্য ছাপিয়ে এখন শুধু দুর্নীতির খেলা চলছে ৷ শুধু শিক্ষক নিয়োগে নয়, এই রাজ্যে প্রতিটি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে ৷ গোটা রাজ্যে দুর্নীতির একটা তন্ত্র তৈরি করে দেওয়া হয়েছে ৷ এই দুর্নীতির সঙ্গে বিডিও-এসডিওদেরও যোগাযোগ রয়েছে ৷ প্রতিদিন তোলাবাজির এক কোটি টাকা কালীঘাটে যেত৷ তবে মানুষ এখন মুখ খুলছে ৷ ভয় আর সন্ত্রাসের যে বাতাবরণ ছিল, এখন সেটা অনেকটা কেটেছে ৷"
সেলিমের দাবি, দুর্নীতি সামনে আসতে তৃণমূলের যেমন দম বন্ধ হচ্ছে, বিজেপিরও শ্বাসকষ্ট হচ্ছে ৷ কারণ, বিজেপির নেতারা তৃণমূল থেকেই গিয়েছেন ৷ তৃণমূলে থাকাকালীন তাঁরা পঞ্চায়েত ভোটে গুণ্ডামি ও ভোট লুট করেছেন ৷ গত পঞ্চায়েত ভোটে মালদা, মুর্শিদাবাদ আর দিনাজপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যাঁকে দায়িত্ব দিয়েছিলেন তিনি আজ বিজেপির নেতা ৷ এখন ওই দুই দল কাছাকাছি আসার চেষ্টা করছে ৷ কিন্তু তারা হালে পানি পাচ্ছে না ৷ সাগরগিঘি উপনির্বাচনে তৃণমূল-বিজেপি বিরোধীরা এককাট্টা হয়েছে ৷ কাকদ্বীপ থেকে কোচবিহার, বাংলার মানুষ এককাট্টা হলে আমরা রাজ্য থেকে চোর তাড়াতে পারব ৷