মালদা, 3 মে: দীর্ঘ প্রতীক্ষার পর মালদায় দেখা মিলল তাঁর ৷ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে বামনগোলার নালাগোলা হয়ে মালদায় প্রবেশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ নবজোয়ার কর্মসূচিতে জেলায় পা রেখেই তিনি বামনগোলার রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেন ৷ পুজো সেরে মন্দির থেকে বেরিয়ে নিজেই ঢাক বাজান ৷ এক প্রৌঢ় ঢাকির পায়ে হাত দিয়ে প্রণামও করতে দেখা যায় 'তৃণমূলের যুবরাজ'কে ৷ সেখানে উপস্থিত জনতার সঙ্গে হাত মেলাতে মেলাতে এগিয়ে যান অভিষেক ৷
অভিষেককে স্বাগত জানাতে বুধবার সকালে বামনগোলা থেকে হবিবপুরের বুলবুলচণ্ডি পর্যন্ত রাস্তার দু’ধারে ভিড় জমিয়েছিল বহু মানুষ ৷ ছিলেন তৃণমূল-সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব ৷ কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জেলাজুড়ে ৷ আদিবাসী অধ্যুষিত বামনগোলায় তাঁর মাথায় ময়ূরের পালক-সহ বিশেষ ধরনের টুপি পরিয়ে দেন তৃণমূল নেতা অমল কিস্কু ৷ আদিবাসী মহিলারা নৃত্য-গীতের মাধ্যমে তাঁকে বরণ করে নেন ৷ এরপর পাকুয়াহাটে স্বামী বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করেন তিনি ৷