মালদা, 26 সেপ্টেম্বর: কথায় আছে, যে চেষ্টা করে যায়, সে কখনও না কখনও ঠিক ফল পায় ৷ ঠিক সেই কথাই প্রযোজ্য ইংরেজবাজারের শোভানগর হাইস্কুল কর্তৃপক্ষের সম্পর্কে (Malda school)৷ নিজেদের ইচ্ছে, চেষ্টা আর তা প্রয়োগের ফল পাচ্ছে এই স্কুল ৷ জেলা ও রাজ্যের গণ্ডি পেরিয়ে এই স্কুল নিয়ে এখন জাতীয় স্তরেও আলোচনা হচ্ছে ৷ তবে এই জায়গাতেই থেমে থাকতে চায় না স্কুল কর্তৃপক্ষ ৷ স্কুলের পড়ুয়াদের মন থেকে অংকের ভীতি দূর করতে এ বার এই স্কুলে চালু হল ম্যাথ পার্ক ৷ বিদ্যাসাগরের 203তম জন্মদিনে সেই পার্কের (Math Park) উদ্বোধন করা হয়েছে ৷ স্কুল ভবনের ছাদেই গড়ে তোলা হয়েছে সেই পার্ক ৷ এমন পার্ক এই জেলার কোনও স্কুলে নেই ৷
আজ এই পার্কের উদ্বোধনে স্কুল চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ বিশিষ্টজনদের সঙ্গে ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিল অসংখ্য ছাত্রছাত্রী ৷ শুধু পার্ক উদ্বোধনই নয়, বিদ্যাসাগরের জন্মদিনে আজ স্কুলে দেওয়াল পত্রিকারও উদ্বোধন করা হয় ৷ চালু করা হয় পড়ুয়াদের নতুন শৌচালয় ৷ স্কুলে ছিল কবি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আসরও ৷