মালদা, 12 সেপ্টেম্বর : রাতের অন্ধকারে প্লাস্টিক কারখানায় লাগল বিধ্বংসী আগুন । মামদার সুজাপুরের ঘটনা ৷ আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে গোটা কারখানাকে ৷ দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়তে সময় লাগেনি ৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন । আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ রাত পৌনে আটটা নাগাদ সুজাপুর স্ট্যান্ডে একটি নার্সিংহোম সংলগ্ন প্লাস্টিক কারখানায় হঠাৎ আগুন লেগে যায় । স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । কিন্তু আগুন ভয়াবহ আকার ধারণ করায় খবর দেওয়া হয় দমকলে । মালদা শহর থেকে প্রথমে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । কিন্তু তাতে কাজ হয়নি ৷ আগুন হু হু করে ছড়িয়ে পড়ায় আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় । আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলবাহিনী ।