মালদা, 29 মার্চ : এলাকা দখল ও ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে এদিন মঙ্গলবার তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মালদার হরিশ্চন্দ্রপুরের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের তেলজন্না এলাকা। সংঘর্ষে এলাকার 17টি বাড়ি ও দোকানঘর ভাঙচুর (Many houses and shops was vandalized in tmc clash) করা হয় বলে অভিযোগ উঠেছে ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ৷ সঙ্গে আসেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস ও চাঁচলের মহকুমাশাসক শুভেন্দু মণ্ডল। এখনও পর্যন্ত 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ হস্তক্ষেপ করায় পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এখনও এলাকায় চলছে পুলিশি নজরদারি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে তৃণমূল পরিচালিত দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ থেকে অনাস্থার মাধ্যমে মহম্মদ নাজিবকে অপসারিত করা হয়। নতুন প্রধান নির্বাচিত হন পিন্টু যাদব। এর পর থেকেই এলাকার দখল হাতে রাখতে দু'পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। এর সঙ্গে যোগ হয় টাকা-পয়সার বখরা নিয়ে লড়াই। এতদিন ধিকিধিকি আগুন জ্বললেও এদিন দুপুরে সেই বিরোধের বিস্ফোরণ ঘটে।