পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Leader Murder: তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে চেন্নাইয়ে গ্রেফতার শার্প শুটার - Mangalkot

মঙ্গলকোটের তৃণমূল নেতাকে খুনে অভিযুক্ত শার্প শুটার মহম্মদ সুরজকে গ্রেফতার করল সিআইডি ৷ চেন্নাই থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ গত 12 জুলাই মঙ্গলকোটের লাখুড়িয়ার অঞ্চল সভাপতি অসীম দাসকে গুলি করে খুনের অভিযোগ ওঠে ৷ সেই ঘটনার তদন্তে নেমে গোয়েন্দারা আগেই 4 জনকে গ্রেফতার করেছিল ৷

Mangalkot TMC Leader Murder Case Sharp Shooter Arrest from Chennai
তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে গ্রেফতার সার্প শুটার

By

Published : Oct 21, 2021, 9:07 PM IST

মঙ্গলকোট (পূর্ব বর্ধমান), 21 অক্টোবর : মঙ্গলকোটের তৃণমূল নেতা অসীম দাসকে খুনের ঘটনায় শার্প শুটার মহম্মদ সুরজকে গ্রেফতার করল সিআইডি ৷ তাকে চেন্নাই থেকে গ্রেফতার করেছে রাজ্যের গোয়েন্দারা ৷ আজ অভিযুক্ত মহম্মদ সুরজকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় ৷ সিআইডি সূত্রে খবর, ধৃত মহম্মদ সুরজের বাড়ি বীরভূম জেলার ঘিদহ গ্রামে ৷ ঘটনার পর থেকে চেন্নাইয়ে গা ঢাকা দিয়েছিল সে । সেখানে রাজমিস্ত্রির কাজ করছিল সুরজ ৷

প্রসঙ্গত, গত 12 জুলাই সন্ধে নাগাদ বাইকে করে বাড়ি ফিরছিলেন মঙ্গলকোট ব্লকের লাখুড়িয়া তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অসীম দাস ৷ অভিযোগ, পথে তাঁকে কেউ বা কারা গুলি করে খুন করে ৷ পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন রাস্তার একপাশে অসীম দাসের বাইক দাঁড় করানো ছিল ৷ আর তার পাশে অসীম দাসের গুলিবিদ্ধ দেহ পড়েছিল ৷ যে ঘটনায় মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী অভিযোগ করেন, ওই খুনের ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জড়িত আছে ৷ পাল্টা বিজেপির তরফে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করা হয় ৷

আরও পড়ুন : TMC-BJP Clash : কোচবিহারের সিতাইতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, জখম 3

খুনের কিনারা করতে পুলিশ বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল ৷ তদন্তে নেমে পুলিশ দু’জনকে গ্রেফতারও করে ৷ ওই দুই ধৃত তৃণমূল কর্মী বলে জানা যায় ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, লাখুড়িয়া অঞ্চলে বেশ কিছু অবৈধ বালিঘাট চলে ৷ তার জেরে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে বলে সন্দেহ হয় পুলিশের । এর পর খুনের তদন্তভার সিআইডি’কে দেওয়া হয় ৷ তদন্তভার হাতে নিয়ে সিআইডি খুনের ঘটনার মাস্টার মাইন্ড শেখ রাজুকে দিল্লি থেকে গ্রেফতার করে ৷ সিআইডি জানতে পারে অসীম দাসকে খুন করার জন্য শেখ রাজু পাঁচ লাখ টাকা শেখ বাবলুকে দিয়েছিল ৷ শেখ বাবলু ছিল ভাড়াটে খুনি ৷ তদন্তকারীরা জানতে পারে, শেখ রাজু কাঠমিস্ত্রি হলেও অস্ত্রের কারবারের সঙ্গে যুক্ত ছিল ৷

আরও পড়ুন : TMC in Tripura: ‘ত্রিপুরার জন্য তৃণমূল’, পড়শি রাজ্যে জোড়াফুল ফোটাতে রণকৌশল মন্ত্র পিকে-র

শেখ বাবলু ওরফে খোকনকে গ্রেফতার করার পরে সিআইডি শেখ সুরজের নাম জানতে পারে ৷ তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে সিআইডি জানতে পারে সুরজ চেন্নাইয়ে গা ঢাকা দিয়েছে ৷ প্রায় তিন মাস ধরে সিআইডি তার খোঁজে তল্লাশি চালায় ৷ অবশেষে শেখ সুরজকে চেন্নাই থেকে গ্রেফতার করা হয় ৷ তাকে চেন্নাই যেতে এবং রাজমিস্ত্রির কাজ পেতে কে বা কারা সাহায্য করেছিল ? তা জানতে তদন্ত শুরু করেছে সিআইডি ৷

ABOUT THE AUTHOR

...view details