পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Murder: প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের অভিযোগ, গ্রেফতার 2 - রহস্যজনক মৃত্যু

মালদায় স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীর খুনের ঘটনায় সামনে এল নতুন তথ্য ৷ ছ’মাস আগে মৃত রাম মুসহরের মা জলসিদেবীকে বাড়ি থেকে বের করে দিয়েছিল অভিযুক্ত পঞ্চমী ও তার পিসতুতো দাদা মনোজ ৷ ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি আজ তাঁর বাড়িতে ফিরেছেন ৷

a-man-killed-by-his-wife-and-her-lover-in-harish-chandrapur-malda
স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ, গ্রেফতার 2

By

Published : Sep 22, 2021, 4:58 PM IST

মালদা, 22 সেপ্টেম্বর : হরিশচন্দ্রপুরের রাম মুসহর নামে এক ব্যক্তির গতকাল রহস্যজনকভাবে মৃত্যু হয় ৷ অভিযোগ সম্পত্তি নিয়ে বিবাদ এবং স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তাঁকে খুন হতে হয় ৷ এই ঘটনায় মৃতের স্ত্রী পঞ্চমী মুসহর এবং তার পিসতুতো দাদা মনোজ রামকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অন্যদিকে, ছেলের মৃত্যুর খবর পেয়ে আজ সকালে বাড়ি ফিরলেন রাম মুসহরের মা জলসি মুসহর ৷ তিনি জানিয়েছেন, মাস ছ’য়েক আগে অভিযুক্ত পঞ্চমী মুসহর তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন ৷ তার পর থেকে তিনি আর বাড়ি ফেরেননি ৷

আজ সকালে রাম মুসহরের মা জলসি মুসহর ছেলের মৃত্যুর খবর পেয়ে হরিশচন্দ্রপুরের বাড়িতে যান ৷ তিনি জানিয়েছেন, তাঁর বউমার ব্যবহার আগে ভাল ছিল ৷ কিন্তু, বছর খানেক আগে হঠাৎ করেই তার ব্যবহার বদলে যায় ৷ এমনকি ছ’মাস আগে জলসি মুসহরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল পঞ্চমী ৷ তার পর থেকে তিনি ওই বাড়িতে আর ফেরেননি বলে জানিয়েছেন জলসিদেবী ৷ কিন্তু, ছেলের মৃত্যুর প্রসঙ্গে কোনও কথা বলতে চাননি তিনি ৷

আরও পড়ুন : Malda Medical : জ্বরে নয়, রক্তের সংক্রমণে মৃত এক; ছ’দিনে মালদা মেডিক্যালে মৃত্যু 8 শিশুর

অন্যদিকে, গতকাল রাম মুসহরের ছেলে বাপি মুসহরকেও পুলিশ আটক করেছিল ৷ দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর আজ তাঁকে ছেড়ে দিয়েছে পুলিশ ৷ তিনি জানিয়েছেন, ‘‘গতকাল সকালে বাবার সঙ্গে আমার ঝামেলা হয় ৷ বাবা আমাকে ঘর থেকে বের করে দেয় ৷ আমি পিসির বাড়ি চলে যাই ৷ সন্ধেয় মা আমাকে জানায়, বাবা খুন হয়েছে ৷ টাকাপয়সা নিয়ে নাকি মনোজ কাকুর সঙ্গে বাবার ঝামেলা হয়েছিল ৷ মনোজকাকু আমার দিদার ভাইয়ের ছেলে ৷ গতকাল সব ঘটনা জানিয়ে, মা আমাকে গাড়ি নিয়ে আসতে বলেছিল ৷ তাই আমি গাড়ি খুঁজতে হাসপাতালে গিয়েছিলাম ৷ ভয়ে কাউকে কিছু বলিনি ৷ আমি দেখেছিলাম, বাবার মৃতদেহ সিঁড়ির নীচে রয়েছে ৷ পরে পুলিশ এসে আমাকে সব কিছু জিজ্ঞাসা করে ৷ মা আর মনোজ কাকুকে ধরে নিয়ে যায় ৷ তারা দু’জনেই বাবাকে খুন করেছে ৷ মায়ের সঙ্গে কাকুর কোনও সম্পর্ক আছে কিনা জানি না ৷ তবে, বাবার সঙ্গে প্রতিদিন বাড়িতে ঝামেলা হত ৷ বাবা কাজ করতে যেত না ৷ প্রতিদিন লটারির টিকিট কাটত আর মদ খেত ৷’’

আরও পড়ুন : Malda Handloom : মিলের শাড়ির দাপটে ঘোর অন্ধকারে পুরাতন মালদার তাঁতশিল্প

পুলিশ সূত্রে খবর, পেশায় রং মিস্ত্রি রাম মুসহরের মদ্যপানে অভ্যেস ছিল ৷ এ নিয়ে প্রায়ই অশান্তি হত বাড়িতে ৷ রাম মুসহরকে তাঁর ছেলে কাজে সাহায্য করত ৷ বছর খানেক আগে রাম মুসহরের স্ত্রী পঞ্চমীর পিসতুতো দাদা মনোজ দিল্লি থেকে হরিশচন্দ্রপুরে চলে আসে ৷ সেও এলাকায় রঙের কাজ শুরু করে ৷ খুব দ্রুত ওই এলাকায় নিজের ব্যবসা জমিয়ে ফেলেছিল মনোজ ৷ এর পর একদিন মনোজ হঠাৎই রাম মুসহরের বাড়িতে আসে এবং সেখানেই থাকতে শুরু করে ৷ অভিযোগ তখন থেকেই রামের সঙ্গে তাঁর স্ত্রীর অশান্তির সূত্রপাত ৷ স্থানীয়দের দাবি পঞ্চমী মুসহরের সঙ্গে তার পিসতুতো দাদার সম্পর্ক ছিল ৷ আর সেটা বুঝতে পেরেই রাম আরও বেশি করে মদ্যপান শুরু করে ৷ এ নিয়ে রামের সঙ্গে পঞ্চমী এবং তার ছেলের অশান্তিও হত বলে জানা গিয়েছে ৷

স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ, গ্রেফতার 2

আরও পড়ুন : Kaliachak Murder : কালিয়াচক হত্যাকাণ্ডে মূল অভিযুক্তকে আদালতে পেশ পুলিশের

অভিযোগ সম্প্রতি পঞ্চমী ও তার দাদা মনোজ রামের বাড়ি বিক্রি করে দিল্লি যাওয়ার পরিকল্পনা করে ৷ তা জানতে পেরে রাম প্রতিবাদ করে ৷ এ নিয়ে প্রায়ই পঞ্চমীর সঙ্গে রামের অশান্তি হত ৷ গতকালও তেমনি অশান্তি চলছিল ৷ এবার সেই তর্কাতর্কিতে সামিল হয়েছিল মনোজও ৷ তাদের ঝগড়া এতটাই চরমে ওঠে যে, মনোজ আর পঞ্চমী রামকে মারধর শুরু করে ৷ তাঁর হাত-পা ভেঙে এবং মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে মেরে ফেলে বলে অভিযোগ ৷ এর পর তারা দেহ লোপাটের জন্য গাড়ির খোঁজ শুরু করে ৷ তখনই স্থানীয়দের সন্দেহ হয় ৷ তারা রামের খোঁজ নিতে গিয়ে দেখেন, সিঁড়ির নিচে রামের দেহ পড়ে রয়েছে ৷ তার পর স্থানীয়রাই পুলিশে খবর দেয় ৷ ঘটনায় পঞ্চমী এবং মনোজকে পুলিশ গ্রেফতার করেছে ৷

আরও পড়ুন : Liluah Murder: প্রেমিকের মদতে স্বামীকে খুন, অ্যাম্বুলেন্সে দেহ নিয়ে চম্পট অভিযুক্তদের

ABOUT THE AUTHOR

...view details