পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Murder : বধূকে কোপানোর পর আত্মহত্য়ার চেষ্টা যুবকের, অনুমান অবৈধ সম্পর্ক - Malda Murder

গৃহবধূকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারল যুবক ৷ পরে সেই ছুরি দিয়ে নিজেকেও আঘাত করে অভিযুক্ত যুবক (Attempt to Suicide After Stabbing House Wife)। হাসপাতালে মৃত্য়ু বধূর ৷ ঘটনাটি মালদার ইংরেজবাজারের বাহান্নবিঘা এলাকার ।

Malda Murder news
মালদায় বধূকে কোপানোর পর আত্মহত্য়ার চেষ্টা যুবকের

By

Published : May 20, 2022, 9:20 PM IST

মালদা, 20 মে : বাড়িতে ঢুকে গৃহবধূকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারার ঘটনায় চাঞ্চল্য় ছড়াল । ঘটনার পর সেই ছুরি দিয়ে নিজেকেও কোপায় অভিযুক্ত যুবক (Attempt to Suicide After Stabbing House Wife) । তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে মালদা মেডিক্য়ালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গৃহবধূর । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে অভিযুক্ত যুবক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের বাহান্নবিঘা এলাকায় । অবৈধ সম্পর্কের জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের । মৃত বধূর নাম কবিতা মণ্ডল (26) । বাড়ি মানিকচকের 2 নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় । অভিযুক্ত যুবকের নাম সিন্টু মণ্ডল (32) ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকবছর আগে ইংরেজবাজারের বাহান্নবিঘা এলাকার বাসিন্দা পেশায় গ্যারেজ মিস্ত্রি ঝন্টু মণ্ডলের সঙ্গে বিয়ে হয় কবিতাদেবীর । শুক্রবার দুপুরে ঘরে কাজ করেছিলেন কবিতা । সেই সময় সিন্টু নামে ওই যুবক ঘরে ঢুকে কবিতাদেবীকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে । সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কবিতাদেবী । এরপর সেই চাকু দিয়ে নিজেকেও কোপায় সিন্টু ।

আরও পড়ুন :Husband Murders Wife : মূল্যবৃদ্ধি ! জামাইকে মাংস খাওয়ানোর টাকা চেয়ে স্বামীর হাতে খুন স্ত্রী

স্থানীয় লোকজন দু'জনকে উদ্ধার করে মালদা মেডিক্য়াল কলেজ হাসপাতালে ভর্তি করান । চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কবিতাদেবীর । আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্য়ালে চিকিৎসাধীন সিন্টু । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিন্টু মানিকচকের 2 নম্বর ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা । এলাকায় সিন্টুকে ভাই বলে পরিচিতি দিয়েছিলেন কবিতাদেবী ।

ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, কবিতাদেবীর পেটে ছুরি দিয়ে তিন-চার বার আঘাত করা হয় । এরপরে সিন্টু নিজের পেটেও দু-তিনবার কোপ মারে । ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত চাকু উদ্ধার করেছে পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অবৈধ সম্পর্কের জেরেই এই ঘটনা ঘটেছে । এই ঘটনায় এখনও পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি । আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে । পুলিশি তদারকিতে অভিযুক্ত সিন্টুর চিকিৎসা চলছে ।

স্থানীয় এক বাসিন্দা লক্ষ্মী মণ্ডল বলেন, "চিৎকার শুনে আমরা ঘরে গিয়ে দেখি কবিতা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে । কবিতাকে চাকু দিয়ে চার-পাঁচবার কোপানো হয় । কবিতা আমাদের কাছে সিন্টুকে আত্মীয় বলে পরিচয় দিয়েছিল ।"

ABOUT THE AUTHOR

...view details