পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Man Arrested: বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার এক

মালদায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার এক ব্যক্তি (Man Arrested with Huge Quantity of Fire Arms and Bullets) ৷ কালিয়াচক থানার পুলিশের তৎপরতায় গ্রেফতার অভিযুক্ত ৷ পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

Man Arrested
পুলিশি অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

By

Published : Dec 27, 2022, 10:38 PM IST

মালদা, 27 ডিসেম্বর: বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ । কী কারণে অস্ত্রগুলি মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ (Man Arrested with Fire Arms) । জেলা পুলিশের একাংশের অনুমান পঞ্চায়েত নির্বাচনের জন্য অস্ত্রগুলি মজুত করা হয়েছিল । ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে অভিযুক্তকে ।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কালিয়াচক থানার পুলিশের কাছে আগে থেকেই অস্ত্র মজুতের খবর ছিল দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় দিলওয়াল শেখ ওরফে যশী (23) নামে এক ব্যক্তি বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছে ৷ সেই তথ্যের ভিত্তিতে সোমবার রাত দু’টো নাগাদ কালিয়াচক থানার পুলিশের একটি দল দিলওয়ারের বাড়িতে হানা দেয় । তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 6টি মাস্কেট ও 3 রাউন্ড তাজা কার্তুজ ।

এদিকে, একই বাড়িতে 6টি মাস্কেট ও তাজা কার্তুজ মজুত রাখা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে (Malda News)। তবে কি পঞ্চায়েত নির্বাচনের আগে অস্ত্র মজুতের কারবার শুরু হয়েছে? এর সঙ্গে অস্ত্র কারখানার কোনও যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ । ধৃত ব্যক্তি কী কারণে অস্ত্র মজুত করেছিল, কোথা থেকে সে অস্ত্রগুলি পেয়েছে সেই প্রশ্নের জবাবে ধৃতকে পুলিশি হেপাজতে নিয়ে জেরা করতে চায় তদন্তকারী অফিসাররা ।

আরও পড়ুন:দক্ষিণ 24 পরগনায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, পুলিশের জালে বন্দুক ব্যবসায়ী

উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময় নির্বাচনের আগে অস্ত্র মজুতের ঘটনা সামনে এসেছে । কালিয়াচকে হদিশ মিলেছে অস্ত্র তৈরির কারখানাও । অস্ত্র কারখানা হোক কিংবা অস্ত্র বাইরে থেকে আনার ঘটনায় বারবার বিহারের মুঙ্গেরের যোগ মিলেছে । এমনকী কালিয়াচকে যে অস্ত্র কারখানার হদিশ পাওয়া গিয়েছিল সেখানেও মুঙ্গেরের অস্ত্র প্রস্তুতকারকদের যোগসূত্র পাওয়া গিয়েছিল ।

বিভিন্ন সময় নির্বাচনের আগে প্রভাবশালী ব্যক্তিরা বিহারের মুঙ্গের থেকে অস্ত্র আনিয়ে থাকে । প্রয়োজনে মুঙ্গেরের অস্ত্র প্রস্তুতকারকদের নিয়ে এসে মালদাতেই অস্ত্র তৈরির কাজ করানো হয় । মজুত করা হয় বোমাও । একই সঙ্গে 6টি মাস্কেট ও তাজা কার্তুজ উদ্ধারের ঘটনায় খানিকটা হলেও চিন্তিত জেলা পুলিশ মহল । তবে সূত্র মারফত জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগে বেআইনি অস্ত্র কারবার রুখতে বিশেষভাবে নজর দিচ্ছে জেলা পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details