মালদা, 6 ডিসেম্বর: বিলুপ্তপ্রায় বেজির মাংস খেয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে গ্রেফতার যুবক (Man arrested over consume mongoose meat) । বন দফতরের দাবি, কেবল বেজি ধরে আনাই নয়, সেটিকে মেরে মাংস খাওয়ার প্রমাণও রয়েছে তাদের হাতে। ধৃত যুবককে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয় বন দফতরের তরফে।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বিপেন মাল । বাড়ি পুরাতন মালদার নারায়ণপুরের ঝাঁঝরা গ্রামে। কয়েকদিন আগে অভিযুক্ত যুবক একটি বেজি ধরে তার মাংস খাওয়ার কথা বলে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল । সেই ভিডিয়ো ভাইরাল হতেই ঘটনার তদন্ত শুরু করে বন দফতর । তদন্ত নেমেই ওই যুবকের খোঁজ পান বন দফতরের আধিকারিকরা । অভিযুক্ত ওই যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেজি মেরে খাওয়ার কথাও স্বীকার করে নেয়। এরপর উপযুক্ত প্রমাণ মিলতেই ওই যুবককে গ্রেফতার করা হয়।