মালদা, ২ এপ্রিল : ২৪ ঘণ্টার মধ্যে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায়। পাইপগান ও তাজা কার্তুজ সহ ধৃত এক। অভিযুক্তের নাম জাহাঙ্গির আলম (42) ৷
গোপন সূত্রে খবর পেয়ে এসআই অভিষেক তালুকদারের নেতৃত্বে কালিয়াচক থানার পুলিশের একটি দল জালালপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙা মোড়ে হানা দেয়। ওই এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় একটি পাইপগান ও ৮ এমএম-এর এক রাউন্ড কার্তুজ। এর পরেই গ্রেফতার করা হয় জাহাঙ্গির আলমকে ।
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ধৃত জাহাঙ্গির আলমের বাড়ি মোসিমপুর গ্রাম পঞ্চায়েতের বামনগ্রামে। ওই এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত সে। তার বিরুদ্ধে পুলিশে একাধিক মামলা রয়েছে।