পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

২৪ ঘণ্টার মধ্যে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায়, গ্রেফতার 1 - মালদা

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ধৃত জাহাঙ্গির আলমের বাড়ি মোসিমপুর গ্রাম পঞ্চায়েতের বামনগ্রামে। ওই এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে সে পরিচিত। তার বিরুদ্ধে পুলিশে একাধিক মামলা রয়েছে।

Malda
Malda

By

Published : Apr 2, 2021, 6:10 PM IST

মালদা, ২ এপ্রিল : ২৪ ঘণ্টার মধ্যে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায়। পাইপগান ও তাজা কার্তুজ সহ ধৃত এক। অভিযুক্তের নাম জাহাঙ্গির আলম (42) ৷

গোপন সূত্রে খবর পেয়ে এসআই অভিষেক তালুকদারের নেতৃত্বে কালিয়াচক থানার পুলিশের একটি দল জালালপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙা মোড়ে হানা দেয়। ওই এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় একটি পাইপগান ও ৮ এমএম-এর এক রাউন্ড কার্তুজ। এর পরেই গ্রেফতার করা হয় জাহাঙ্গির আলমকে ।

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ধৃত জাহাঙ্গির আলমের বাড়ি মোসিমপুর গ্রাম পঞ্চায়েতের বামনগ্রামে। ওই এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত সে। তার বিরুদ্ধে পুলিশে একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন-মালদায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 1, উদ্ধার জালনোটও

গতকাল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ ৷ তাকে কালিয়াচক থেকে গ্রেফতার করা হয় ৷ ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ ফের মালদা থেকে ধৃত এক ৷

এর আগে গত মাসের 7 তারিখ মালদার কালিয়াচক থেকে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ সহ দুই যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ তাদের সিলামপুর 2 গ্রাম পঞ্চায়েতের খালতিপুর স্টেশন রোড থেকে ধরা হয় ৷

নির্বাচনের আগে একাধিকবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য় চাড়িয়েছে মালদায় ৷ কোথা থেকে অস্ত্র আসছে এবং কী কারণে নিয়ে আসা হচ্ছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details