মালদা, 15 মে :মোবাইল টাওয়ার বসিয়ে প্রতি মাসে মোটা টাকা আয়ের লোভ দেখিয়ে 16 লক্ষ টাকার প্রতারণার অভিযোগে উত্তর 24 পরগনার সন্দেশখালি এলাকার এক যুবককে গ্রেফতার করল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ (16 Lakhs Fraud In the Name of Installing Tower in Malda)। শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয় । ধৃত যুবকের নাম শুভঙ্কর মিস্ত্রি । বাড়ি সন্দেশখালি থানার সুখদোয়ানি এলাকায় ।
2020 সালের 28 ফেব্রুয়ারি কালিয়াচকের বাসিন্দা নজরুল ইসলাম সাইবার ক্রাইম থানায় প্রতারণার একটি অভিযোগ দায়ের করে জানান, তাঁর জমিতে একটি নামী কোম্পানির মোবাইলের টাওয়ার বসানো হবে । যার বিনিময়ে প্রতি মাসে তিনি মোটা টাকা উপার্জন করতে পারবেন । তবে মোবাইলের টাওয়ার বসানোর জন্য তাঁকে সিকিউরিটি মানি দিতে হবে । এই সিকিউরিটি মানির নামে ধাপে ধাপে তাঁর থেকে 16 লক্ষ টাকা হাতিয়েছে এক ব্যক্তি ।
আরও পড়ুন :Bardhaman Fraud Case : টাওয়ার বসানোর নামে 20 লক্ষ টাকা প্রতারণা, তদন্তে নেমে টাকা-সহ গ্রেফতার 1