শিলিগুড়ি, ২৩ মার্চ : শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর বাজার লাগোয়া এক বাড়িতে অভিযান চালিয়ে পাঁচশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল ফাঁসিদেওয়ার বিধাননগর থানার পুলিশ। গ্রেফতার করা হয় মালদার এক বাসিন্দাকে। তিনি ওই বাড়িতে ভাড়া থাকতেন ৷
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার মাঝরাতে বিধাননগর থানার পুলিশ এক বাড়িতে হানা দেয়।দরজার তালা ভেঙে পুলিশ তল্লাশি চালিয়ে ওই ব্রাউন সুগার উদ্ধার করে। ওই ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় কুড়ি লাখ টাকা। ঘরের ভেতর থেকে সাড়ে দশ হাজার টাকা নগদ সহ বেশ কিছু কাগজপত্র উদ্ধার হয়।