মালদা, 18 মে : পাঁচ লাখ টাকা দিতে হবে ৷ নাহলে প্রাণও যেতে পারে । পঞ্চায়েত প্রধানকে হুমকি দেওয়ার অভিযাগ উঠল এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে । পঞ্চায়েত প্রধান রুমি বিবির অভিযোগ, এলাকার শাজাহান বিশ্বাস প্রায় দিন তাঁর কাছ থেকে টাকা চাইছেন। টাকা না পেলে তাঁকে ও তাঁর শওহরকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছেন । ঘটনায় শাজাহানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি । মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের আলিনগর গ্রাম পঞ্চায়েতের ঘটনা ।
আলিনগর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত ৷ প্রধান পদে রয়েছেন রুমি বিবি ৷ তাঁদের বাড়ি নবীনগর গ্রামের মধ্যপাড়ায় ৷ তাঁর অভিযোগ,দিন পনেরো ধরে তাঁদের বাড়িতে এসে পাঁচ লাখ টাকার দাবি করছে কালিকাপুর গ্রামের শাজাহান বিশ্বাস । টাকা না দিলে দম্পতিকে প্রাণনাশের হুমকিও দিচ্ছে ৷ রুমি বিবি বলেন, "আগেও এভাবে আমার কাছে টাকা দাবি করেছিল শাজাহান ৷ টাকা না দেওয়ায় তার দলবল পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজকর্ম করতে দিচ্ছে না । আমরা আতঙ্কে রয়েছি । এনিয়ে কালিয়াচক থানায় শাজাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি ৷ আশা করছি পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে ৷ তা নাহলে যে কোনও মুহূর্তে আমাদের খুন করতে পারে শাজাহান ৷"