পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Man Kills Daughter-in-Law: কুপ্রস্তাব দিতেন শ্বশুর, প্রতিবাদ করায় গলায় ফাঁস দিয়ে হত্যা গৃহবধূকে ! - হরিশ্চন্দ্রপুর থানা

Harishchandrapur Murder Case: লালসা চরিতার্থ করতে না পেরে পুত্রবধূকে খুনের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ৷ অভিযোগকে ঘিরে তোলপাড় হরিশ্চন্দ্রপুরে ৷ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মৃতের বাবা ৷

Man Kills Daughter in Law
গলায় ফাঁস দিয়ে হত্যা গৃহবধূকে

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 7:17 PM IST

পুত্রবধূকে খুনের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

মালদা, 9 নভেম্বর: বউমাকে নিজের লালসার শিকার বানাতে না পারার রাগে গলায় ফাঁস দিয়ে পুত্রবধূকে শেষ পর্যন্ত খুন করল শ্বশুর ৷ এমনটাই অভিযোগ বধূর বাড়ির লোকজনের ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার দক্ষিণ তালগ্রামে ৷ গোটা ঘটনা জানিয়ে শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের বাবা ৷ যদিও ঘটনার পর থেকেই বাড়ি ছেড়ে পালিয়েছে অভিযুক্ত শ্বশুর-শাশুড়ি ৷ তাঁদের খোঁজে শুরু হয়েছে পুলিশি তল্লাশি ৷

ছেলে ভিনরাজ্যে কাজ করে ৷ বাড়িতে একাই থাকতেন পুত্রবধূ ৷ শ্বশুরের কুদৃষ্টিতে পড়েছিলেন তিনি ৷ একদিন তিনি প্রতিবাদ করেন ৷ বিষয়টি বাপের বাড়িতেও জানান ৷ বাপের বাড়ির লোকজন গোটা ঘটনা জামাইকে জানান ৷ ভিনরাজ্য থেকে জামাই আশ্বস্ত করেন, তিনি বিষয়টি দেখছেন ৷ শেষ রক্ষা হল না ।

মৃত বধূর নাম আদুরি খাতুন ৷ বয়স 19 বছর ৷ বাবা সাইদুর রহমান পেশায় শ্রমিক ৷ তিনি বিহারের কাটিহার জেলার কুশোল গ্রামের বাসিন্দা ৷ দেড় বছর আগে দেখাশোনা করে মেয়ের বিয়ে দিয়েছিলেন দক্ষিণ তালগ্রামের যুবক মহিদুল হকের সঙ্গে ৷ মহিদুল পেশায় পরিযায়ী শ্রমিক ৷ স্বামীর অবর্তমানে শ্বশুর-শাশুড়ির সঙ্গেই থাকতেন আদুরি ৷

অভিযোগ, ছেলের অবর্তমানে বউমাকে কুনজরে দেখত শ্বশুর আবদুল মান্নান ৷ বিষয়টি বুঝতে পেরে আদুরি প্রথমে শাশুড়ি সুন্দরি বিবিকে এ নিয়ে জানান ৷ কিন্তু শাশুড়ি তাঁর কথা কানে তোলেননি ৷ এ দিকে মান্নান প্রায়শই আদুরিকে বিভিন্ন কুপ্রস্তাব দিত ৷ একদিন আদুরি শ্বশুরের এহেন আচরণের প্রতিবাদ করেন ৷ এরপর তিনি গোটা ঘটনাটি বাপের বাড়িতে জানান ৷ তারপরেই বাপের বাড়ির তরফে বিষয়টি মহিদুলকে জানানো হয় ৷

হরিশ্চন্দ্রপুর থানায় উপস্থিত হয়ে সাইদুর সাহেব বলেন, "মেয়ে জানিয়েছিল, ওঁর উপর শ্বশুরের কুদৃষ্টি রয়েছে ৷ আমি বিষয়টি জামাইকে জানিয়েছিলাম ৷ জামাই বলেছিল, সে বাড়িতে এ নিয়ে কথা বলবে ৷ জামাই ওর বাবাকে কী বলেছে জানি না, কিন্তু সেই রাগে আমার মেয়েটাকে খুন করেছে মান্নান ৷ খবর পেয়ে আমি রাতেই মেয়ের বাড়িতে যাই ৷ দেখি, মেয়ে চৌকিতে শুয়ে আছে ৷ তখনও মান্নান আর সুন্দরি সেখানে ছিল ৷ ওঁরা আমাকে কিছু বলেনি ৷ আমি মেয়ের মাথা উঠিয়ে দেখি, ওর গলায় দড়ির দাগ ৷ মেয়েটাকে ওর শ্বশুর গলায় ফাঁস লাগিয়ে খুন করে দিয়েছে ৷"

খবর পেয়ে রাতেই আদুরির দেহ উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার দেহ মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমের জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ তবে দুই অভিযুক্তই পলাতক ৷ তাঁদের খোঁজে তল্লাশি চলছে ৷ দেহ আজ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ তার রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷

আরও পড়ুন:

কেরলে মদ্যপ অবস্থায় শ্বশুরকে কুপিয়ে খুন জামাইয়ের ! ছুরিকাঘাতে জখম স্ত্রীও

স্বামীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে, শেষে পণের জন্য জীবন খোয়ালেন যুবতি!

ABOUT THE AUTHOR

...view details