কলকাতা, 30 নভেম্বর:একটি নির্দিষ্ট রঙের কারণে কেন রাজ্যকে প্রাপ্য টাকা দেওয়া হবে না ? জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে এই প্রশ্ন ছুড়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নীল-সাদা ও গেরুয়া রঙের দ্বন্দ্বের কারণে গ্রামের গরিব মানুষের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়ে কেন্দ্র টাকা আটকে দিয়েছে বলে অভিযোগ শাসকদলের । এই অবস্থায় চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এই চিঠি লিখেছেন ৷ এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে বাংলার জন্য বরাদ্দ টাকা দ্রুত মিটিয়ে দেওয়া হোক । নইলে প্রকল্প চালাতে অসুবিধা হচ্ছে । গরিব মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে । রাজ্যের 474টি সুস্বাস্থ্য কেন্দ্র, 65টি ব্লক স্বাস্থ্যকেন্দ্র এবং 28টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য একাধিক কিস্তিতে টাকা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের । নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে এই অর্থ দেয় কেন্দ্রীয় সরকার । অভিযোগ উঠেছে যে, রাজ্য সঠিকভাবে নিয়ম না মানায় টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র । জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে প্রাপ্য বকেয়া এখনও পাঠায়নি কেন্দ্রীয় সরকার ।
কিন্তু কেন মেলেনি কেন্দ্রীয় বরাদ্দ ? জানা গিয়েছে, টাকা পাঠানোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকল্পের নাম এবং সুস্বাস্থ্য ভবনের রং। প্রকল্পের নাম অনুযায়ী ওইসব সুস্বাস্থ্যকেন্দ্রের নাম রাখতে হবে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার । সেই সঙ্গে ভবনের বাইরে লিখতে হবে - আয়ুষ্মান মন্দির । কেন্দ্রের দাবি, সেই শর্ত না মেনে রাজ্যে এই প্রকল্প হয়ে গিয়েছে সুস্বাস্থ্য প্রকল্প । এ ছাড়াও বাড়ির রঙ রাখতে হত মেটালিক ইয়োলো । সেই সঙ্গে খয়েরি রঙের বর্ডার । কিন্তু রাজ্যের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিকে রাঙানো হয়েছে নীল-সাদা রঙে, আর এই নিয়েই বেধেছে গোল ।