মালদা, 2 মার্চ : নির্ধারিত সূচী মেনেই মালদায় পৌঁছোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ দুপুর 2টো 43 মিনিটে তাঁর হেলিকপ্টার পুরাতন মালদার নারায়ণপুরের একটি হোটেলের হেলিপ্যাডে নামে ৷ সেখানে তাঁকে অভ্যর্থনা জানান জেলাশাসক রাজর্ষি মিত্র-সহ প্রশাসনিক কর্তারা ৷ তবে, সেখানে তৃণমূলের একজনকেও দেখতে পাওয়া যায়নি ৷ হেলিপ্যাডে প্রশাসনিক কর্তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর মমতা স্থানীয় মঙ্গলবাড়িতে স্থিত সেচ দপ্তরের অতিথিশালা, মহানন্দা ভবনে চলে যান ৷ সেখানেও অবশ্য তৃণমূলের কোনও নেতা-নেত্রীকে দেখতে পাওয়া যায়নি৷ কারণ হিসেবে জানা গেছে, নেত্রীর সভায় হাজির থাকতে জেলা তৃণমূলের প্রথমসারির সবাই এই মুহূর্তে কলকাতায় রয়েছেন ৷
মালদায় পৌঁছালেন মমতা, কাল কালিয়াগঞ্জে সভা - আগামীকাল কালিয়াগঞ্জে মমতার সভা
আগামীকাল কালিয়াগঞ্জে সভা । তাই আজ নির্ধারিত সূচী মেনে মালদায় পৌঁছোলেন মমতা বন্দ্যোপাধ্যায় । মালদার মহনন্দভবনেই আজ রাত্রিবাস করবেন । তারপর আগামীকাল সেখান থেকেই কালিয়াগঞ্জের উদ্দেশে রওনা দেবেন ।
মালদায় থেকেই গৌড়বঙ্গের সমস্ত কর্মসূচি শেষ করবেন তৃণমূল নেত্রী । তাঁর চপার মালদায় পৌঁছানোর আগে থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল পুরো শহর । জরুরি অবস্থার জন্য মালদা বিমানবন্দর ও বহরমপুরে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল । যদিও শেষ পর্যন্ত পুরাতন মালদার একটি বেসরকারি হোটেলে মুখ্যমন্ত্রীর চপার অবতরণ করে । সেখান থেকে তিনি সোজা চলে যান মহানন্দাভবনে ।
আজ মহানন্দাভবনেই রাত্রিবাস করবেন মমতা । তারপর আগামীকাল কালিয়াগঞ্জে সভা করবেন তিনি । বুধবার প্রথমে গঙ্গারামপুরে ও পরে পুরাতন মালদার ছোটো সুজাপুর ময়দানে দলীয় কর্মীদের নিয়ে সভা করবেন তিনি । মালদা শহরে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে নির্মিত প্রেস কর্নারের উদ্বোধনও করতে পারেন তিনি । তবে, এনিয়ে এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা পাওয়া যায়নি ।