পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Mango: এবার অনলাইনে ভারতের যে কোনও প্রান্তে মিলবে মালদার আম, উদ্যোগ জেলার দম্পতির - অনলাইনে ভারতের যে কোনও প্রান্তে মিলবে মালদার আম

ঘরে বসেই মিলবে মালদার আম ৷ অনলাইনে দেশবাসীর ঘরে জেলার 'অমৃত ফল' পৌঁছে দেওয়ার উদ্যোগ দম্পতির ৷ পাশে প্রশাসনও ৷

Malda Mango
অনলাইনে মিলবে মালদার আম

By

Published : May 17, 2023, 8:27 PM IST

অনলাইনে ভারতের যে কোনও প্রান্তে মিলবে মালদার আম

মালদা, 17 মে: আর দূরে বসে জিভ থেকে জল ফেলার দরকার নেই ৷ এবার ঘরে বসেই মালদার আমের স্বাদ পাবেন দেশবাসী ৷ দেশের যে কোনও জায়গায়, যে কোনও মহল্লায় পৌঁছে যাবে মালদার এই 'অমৃত ফল' ৷ অনলাইনে দেশজুড়ে মালদার আম পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এক দম্পতি ৷ তাদের সবরকম সহায়তা করছে জেলা উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরও ৷ সেজন্য ইতিমধ্যে দফতরের তরফে প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে ৷ দম্পতির সাফল্যের দিকে তাকিয়ে রয়েছে প্রশাসন, তাকিয়ে আমচাষিরাও ৷

মালদা শহরের বালুচর এলাকার বাসিন্দা প্রসূন চিৎলাঙ্গিয়া ও তাঁর স্ত্রী প্রীতা চিৎলাঙ্গিয়া ৷ মালদার আমকে কীভাবে দেশে একটা ব্র্যান্ড হিসাবে তুলে ধরা যায়, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চিন্তাভাবনা করছিলেন তাঁরা ৷ তখনই তাঁদের মাথায় আসে অনলাইন পরিষেবা দেওয়ার কথা ৷ কিন্তু এক্ষেত্রে ঝুঁকিও রয়েছে ৷ কারণ, আম পচনশীল ফসল ৷ ফলে খুব কম সময়ের মধ্যেই গ্রাহকদের কাছে পৌঁছতে হবে ৷ শেষ পর্যন্ত গত বছর পরীক্ষামূলকভাবে তাঁরা এই পরিষেবা চালু করে দেন ৷ ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে কত কম সময়ে জেলার আম দেশের প্রত্যন্ত এলাকাতেও পৌঁছনো যায়, কোন কোন প্রজাতির আম দেশবাসীর প্লেটে তুলে দেওয়া সুবিধাজনক, এসব নিয়ে রীতিমতো রিসার্চ চলে তাঁদের ৷

যোগাযোগ করেন লখনউয়ের সেন্ট্রাল ইন্সটিটিউট অফ সাবট্রপিক্যাল হর্টিকালচার এবং জেলা উদ্যানপালন দফতরের সঙ্গে ৷ অবশেষে এবার থেকে তাঁরা পুরোপুরি বাণিজ্যিক ভিত্তিতে এই পরিষেবা দেওয়ার কাজ শুরু করেছেন ৷ গ্রাহকদের জন্য তাঁরা www.maldaamritfal.in নামে একটি ওয়েবসাইটও তৈরি করেছেন ৷ স্ত্রী'কে পাশে বসিয়ে প্রসূনবাবু ইটিভি ভারতকে বলেন, "দেশের মানুষ যাতে বাড়িতে বসেই এই জেলার আমের স্বাদ পায়, তার জন্য আমরা একটি ওয়েবসাইট চালু করেছি ৷ ওই ওয়েবসাইটের মধ্যেই আমের অর্ডার থেকে শুরু করে পেমেন্ট গেটওয়ে রয়েছে ৷"

আরও পড়ুন:মালদার আম বিদেশে রফতানিতে বাধা পরিকাঠামো উন্নয়ন, সমস্যা বাংলাদেশের কর বৃদ্ধিতেও

তিনি আরও বলেন, "কেউ চাইলে হোয়াটসঅ্যাপেও অর্ডার করতে পারেন ৷ আপাতত আমরা হিমসাগর, লক্ষ্মণভোগ ও ল্যাংড়া, এই তিন প্রজাতির আমের অর্ডার নিচ্ছি ৷ তার দাম ওয়েবসাইটে দেওয়া রয়েছে ৷ তার মধ্যেই ক্যুরিয়ার চার্জ ধরা রয়েছে ৷ দেশের যে কোনও জায়গায় আমরা পাঁচ থেকে ছ'দিনের মধ্যে আম পৌঁছে দেব ৷ আমাদের আমে কোনও রাসায়নিক সার কিংবা বিষ ব্যবহার করা হয় না ৷ ফলে দেশের মানুষ পুরোপুরি মালদার অর্গ্যানিক আমের স্বাদ পাবে ৷"

প্রসূনবাবুর কথায়, "এক সপ্তাহ ধরে আমরা বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার শুরু করেছি ৷ ইতিমধ্যেই পুরো দেশ থেকে অভূতপূর্ব সাড়া মিলছে ৷ তবে এখনও মালদার আম পুরোপুরি পরিপক্ক হয়নি ৷ চলতি মাসের শেষ থেকে আমরা দেশজুড়ে অনলাইনে আম সরবরাহ শুরু করব ৷ আমরা প্রতি প্রজাতির আমের জন্য চার কিলোর প্যাকেট তৈরি করেছি ৷ তবে যেহেতু আম পচনশীল, তাই আমরা কোনও রিস্ক নিচ্ছি না ৷ ক্রেতাদের যাতে কোনও অসুবিধা না-হয়, তার জন্য প্রতি প্যাকেটে অতিরিক্ত 500 গ্রাম আম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷ এই জেলার আমকে শুধু দেশ নয়, আগামীতে বিশ্বে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য ৷ এর জন্য সরকারের কাছে একটু সহযোগিতাও আশা করছি ৷"

আরও পড়ুন:টানা তাপপ্রবাহে মালদার আম উৎপাদনে ক্ষতির আশঙ্কা

প্রসূনবাবুর উদ্যোগ নিয়ে জেলা উদ্যানপালন দফতরের ডেপুটি ডিরেক্টর সামন্ত লায়েক বলেন, "এবছর মালদার আমের বেশ ভালো উৎপাদন হবে বলে আমাদের আশা রয়েছে ৷ গত বছর থেকে মালদার এক যুবককে কেন্দ্র করে আমরা জেলার আমের দেশব্যাপী অনলাইন মার্কেটিং ভবিষ্যৎ দেখতে শুরু করেছি ৷ দেশের আমপ্রেমী মানুষ যাতে বাড়িতে বসেই মালদার আমের স্বাদ পান, তার জন্যই এই উদ্যোগ ৷ এতে মালদার আমের যেমন প্রসার ঘটবে, তেমনই জেলার অর্থনীতি আরও দৃঢ় হবে ৷ প্রসূনবাবু গত বছর পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করেছিলেন ৷ এবার তিনি ব্যাপক আকারে কাজ শুরু করেছেন ৷"

নামি আমচাষি হিসাবে জেলায় পরিচিত ভূষণ চৌধুরী, ইউসুফ আলি, সীতাংশু মণ্ডলরা প্রসূনবাবুর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ৷ তাঁদের বক্তব্য, অনলাইন প্ল্যাটফর্মে মালদার আম দেশে জনপ্রিয়তা লাভ করলে শুধু যে আমচাষিরা উপকৃত হবেন তা নয়, একইসঙ্গে মালদায় জৈব প্রক্রিয়ায় আম উৎপাদনের ঝোঁকও বাড়বে ৷ তাতে শুধু বর্তমান নয়, জেলার অর্থনীতির ভবিষ্যৎ বুনিয়াদও শক্তপোক্ত হবে ৷

আরও পড়ুন:স্বাধীনতার 75 বছর পূর্তিতে 75 রকমের আম বিদেশে পাঠাবে বাংলা

ABOUT THE AUTHOR

...view details