পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদা থেকে দিল্লি, ফলের রাজার রাজকীয় যাত্রা - হিমসাগর

করোনা পরিস্থিতিতে খুশির খবর মালদা জুড়ে ৷ দু'বছর পর আজ প্রথম দিল্লি পাড়ি দিল মালদার আম ৷ দিল্লিবাসী এবার স্বাদ পাবে বিখ্যাত আমের ৷ এই পরিস্থিতিতে রফতানি শুরু হওয়ায় আশায় বুক বাঁধছেন আমচাষি থেকে ব্যবসায়ী সকলেই ৷

মালদার আম
মালদার আম

By

Published : Jun 18, 2021, 6:39 PM IST

মালদা, 18 জুন : সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে রাজ্যে চলছে কড়া বিধিনিষেধ ৷ অন্যদিকে চলছে আমের ভরা মরশুম ৷ আবহাওয়ার আনুকূল্যে মালদায় আমের উৎপাদন এবার বেশ ভাল ৷ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় আশেপাশের রাজ্যগুলিতে বেশ কিছু আম রফতানি করতে পেরেছেন ব্যবসায়ীরা ৷

কিন্তু ট্রেন বন্ধ থাকার কারণে দূরের রাজ্যগুলিতে এতদিন আম পাঠাতে পারছিলেন না কেউ ৷ অবশেষে স্পেশাল ট্রেন পরিষেবা চালু হতেই হাসি ফুটেছে মালদার আম ব্যবসায়ীদের মুখে ৷

দু'বছর পর আজই প্রথম ট্রেনে চেপে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল মালদার ল্যাংড়া ও হিমসাগর ৷ রাজ্য সরকারের উদ্যোগেই এই পরিস্থিতিতে ট্রেনে আম রফতানি শুরু হল বলে জানিয়েছে মালদা ম্যাঙ্গো মার্চেন্টস্‌ অ্যাসোসিয়েশন ৷


আজ সকালে মালদা-দিল্লি আনন্দবিহার এক্সপ্রেসে চেপে রাজধানীতে রওনা দিয়েছে মালদার বিখ্যাত ল্যাংড়া ও হিমসাগর আম ৷ স্টেশনে উপস্থিত ছিলেন মালদা ম্যাঙ্গো মার্চেন্টস্‌ অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা-সহ সম্পাদক উজ্জ্বলকুমার চৌধুরী ও সংগঠনের আরও কয়েকজন সদস্য ৷

ফলের রাজার রাজকীয় যাত্রা

এই বিষয়ে উজ্জ্বল সাহা বলেন, “রাজ্য সরকারের উদ্যোগেই মালদা জেলার আম এ বছর প্রথম দিল্লি যাচ্ছে ৷ দিল্লিতে বাংলার রেসিডেন্সিয়াল কমিশনারও এ-নিয়ে ভাল উদ্যোগ নিয়েছেন ৷ তাঁদের উদ্যোগেই মালদার আম দিল্লির বাজারে বিক্রির ব্যবস্থা করা হয়েছে ৷ রাজ্য সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি ৷ আজ পাঁচ টন ল্যাংড়া ও হিমসাগর দিল্লি যাচ্ছে ৷ এই আম প্রথমে দিল্লির বঙ্গভবনে যাবে ৷ সেখান থেকে কোভিড বিধি মেনে দিল্লির বিভিন্ন বাজারে পাঠানো হবে মালদার এই বিখ্যাত আম ৷ দিল্লিতে গোটা দেশের লোকের সমাগম হয় ৷ ফলে গোটা দেশের মানুষ মালদার বিখ্যাত আমের স্বাদ পেতে পারবেন ৷"

আরও পড়ুন :ফলন ভাল হলেও করোনা কাঁটায় অমিল ক্রেতা, ক্ষতির মুখে মালদার আম চাষ

তিনি আরও বলেন, "রাজ্য সরকারের এই উদ্যোগের জন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাচ্ছি ৷ এরপর আমরা মালদার লক্ষ্মণভোগ-সহ অন্যান্য প্রজাতির আমও দিল্লিতে পাঠাব ৷”

সামান্য পরিমাণ আম রফতানি করা হলেও, বর্তমান পরিস্থিতিতে তা আশা জোগাচ্ছে আমচাষি ও ব্যবসায়ীদের মনে ৷ দিল্লিতে এই পাঁচ টন আম রফতানির খবরে কার্যত খুশির আমেজ গোটা মালদা জুড়ে ৷ আম চাষি থেকে ব্যবসায়ীরা প্রত্যেকেই চাইছেন, মালদার আম দিল্লির রসনা তৃপ্তি করুক ৷ আরও বরাত আসুক ৷ বেঁচে থাকুক মালদার রসালো বিখ্যাত আমের ভবিষ্যৎ ৷

ABOUT THE AUTHOR

...view details