মালদা, 5 জুন : সরলা মুর্মুর পর এবার ডলিরানি মণ্ডল ৷ ভোটের আগে দল বদলে বিজেপিতে যাওয়া মালদা জেলা পরিষদের আরও এক সদস্য তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন জানালেন ৷ তিনি জানিয়েছেন, নিজের আবেদনপত্র তিনি এলাকার দলীয় বিধায়ক ও জেলা তৃণমূল সভানেত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন ৷ যদিও বিষয়টি রাজ্য নেতৃত্বের উপরেই ছেড়ে দিচ্ছে তৃণমূলের জেলা নেতৃত্ব ৷
গত ত্রিস্তর নির্বাচনে মানিকচকের 23 নম্বর জেলা পরিষদ আসন থেকে জয়ী হয়েছিলেন ডলি ৷ বিধানসভা নির্বাচনের আগে গত 8 মার্চ তিনি কলকাতা গিয়ে বিজেপিতে যোগ দেন ৷ মূলত এলাকার নেতা ও জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলের হাত ধরেই তাঁর গেরুয়া শিবিরে যোগদান ৷ নির্বাচনে মানিকচক আসনে ভরাডুবি হয় বিজেপির ৷ হেরে যান গৌরবাবু ৷ তারপরই ডলি পুরনো দলে ফিরতে চেয়ে আবেদন জানিয়েছেন ৷ তিনি বলেন, "বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলাম ৷ ভুল বুঝতে পেরেছি ৷ কিন্তু এই দলে থেকে মানুষের জন্য কাজ করতে পারছি না ৷ এই ভুলের জন্য আমি দিদির কাছে ক্ষমা চাইছি ৷ আমি মানুষের কাজ করতে চাই ৷ তিনি যেন আমাকে সুযোগ করে দেন ৷"