পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Murder: ইদের মেলায় বচসা, কুপিয়ে খুন যুবককে - মালদা হত্যাকাণ্ড

ইদের (EID 2021) মেলায় বচসার জেরে ছুরি দিয়ে কুপিয়ে খুন (Malda Murder) করা হল 22 বছরের এক যুবককে (Youth Killed) । গতকাল ইংরেজবাজারের নাগরাইবাজার গ্রামে ঘটে এই হত্যাকাণ্ড । অভিযুক্ত পলাতক ৷

malda youth murdered in village fair
ইদের মেলায় বচসা, কুপিয়ে খুন যুবককে

By

Published : Jul 22, 2021, 2:04 PM IST

মালদা, 22 জুলাই : ইদের (EID 2021) মেলায় বচসার জেরে ছুরি দিয়ে কুপিয়ে খুন (Malda Murder) করা হল এক যুবককে (Youth Killed) । মৃতের নাম ইয়ারুল শেখ । বয়স 22 বছর। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের নাগরাইবাজার গ্রামে । এই ঘটনায় নিহতের পরিবারের তরফে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । তবে মূল অভিযুক্ত পলাতক । তার খোঁজে শুরু হয়েছে পুলিশি তল্লাশি ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত ইয়ারুল পেশায় শ্রমিক ছিলেন । মাঝেমধ্যে ভিনরাজ্যেও কাজে যেতেন । তবে একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে আমের কাজ শুরু হয়ে যাওয়ায় কয়েক মাস ধরে বাড়িতেই ছিলেন তিনি । ইদুজ্জোহা উপলক্ষে গতকাল গ্রামে বসেছিল মেলা । স্থানীয়দের ভাষায় একে বলে সার্কাস । সেখানে মনোরঞ্জনের যাবতীয় ব্যবস্থা করা হয়েছিল । রাতের খাবার খেয়ে সেখানেই গিয়েছিলেন ইয়ারুল । মেলায় কোনও কারণে তাঁর সঙ্গে গ্রামেরই সাদিকুল শেখ নামে এক যুবকের ঝামেলা বাঁধে । বচসা চলাকালীন সাদিকুল ধারালো চাকু দিয়ে ইয়ারুলের পেটে আঘাত করে বলে অভিযোগ । ছুরির আঘাতে ইয়ারুলের পেটের নাড়িভুড়ি বেরিয়ে আসে । তৎক্ষণাৎ তাঁকে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

ইদের মেলায় বচসা, কুপিয়ে খুন যুবককে

আরও পড়ুন:বিরাটিতে খুন তৃণমূল কর্মী, হাসপাতালে আটক এক দুষ্কৃতী

মৃতের দাদা রেজাউল শেখ জানিয়েছেন, ইদ উপলক্ষে সাদিকুলরাই গ্রামে সার্কাস বসিয়েছে । গতকাল রাতে তাঁর ভাই সেখানে গিয়েছিলেন । সেখানে কোনও কারণে সাদিকুলদের সঙ্গে তাঁর ঝামেলা বাঁধে । তার জেরে সাদিকুল ইয়ারুলের পেটে ছুরি ঢুকিয়ে দেয় । তাতেই তাঁর মৃত্যু হয় । এই ঘটনায় ইয়ারুলের বাবা মন্টু শেখ সাদিকুলের ফাঁসির দাবি জানিয়েছেন । তিনি বলেন, “গতকাল রাতে খাবার খেয়ে ছেলে মেলায় গিয়েছিল । দু’মিনিটও হয়নি, ওকে মেরে ফেলেছে সাদিকুল । আমি ঘুমিয়ে পড়েছিলাম । চিৎকার শুনে ঘুম থেকে উঠে জানতে পারি, মদ্যপ অবস্থায় ছেলের পেটে চাকু ঢুকিয়ে দিয়েছে সাদিকুল । আমি এর বদলা চাই । সাদিকুলের ফাঁসি চাই ।”

আরও পড়ুন:জয়নগরে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা 2 শিশু-সহ 6 জনকে

ইংরেজবাজার থানার পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে । মূল অভিযুক্ত সাদিকুল শেখ এলাকা ছেড়ে পালিয়েছে । তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে । এ দিনই মৃতদেহ ময়নাতদন্ত করা হয় । গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details