মালদা, 9 জুলাই: বিবাহিত তৃণমূল পঞ্চায়েত সদস্যকে বিয়ে করবেন, এই দাবিতে তাঁর বাড়ির সামনে ধরনায় বসলেন এক যুবতী (Malda young lady seats in dharna demanding marriage with panchayat member) ৷ মানসী দাস নামে ওই যুবতীর দাবি, রাজীব দাস নামে ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ৷ তাঁকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ওই যুবক ৷ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতের দিয়াগঞ্জ গ্রামে । পুলিশ খবর পেয়ে এলাকায় গিয়ে ওই যুবক ও যবতীকে আটক করে থানায় নিয়ে যায় ৷
এদিন ঘটনার সূত্রপাত বেলা একটা নাগাদ । খরবা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রাজীব দাসের বাড়ির সামনে হঠাৎ ধরনায় বসেন মানসী দাস নামে ওই যুবতী । তিনিও ওই এলাকাতেই থাকেন । তাঁর দাবি, রাজীবের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে । তিনি রাজীবকে বিয়ে করতে চান । এদিকে রাজীব বিবাহিত । বছর দেড়েক আগে তাঁর বিয়ে হয়েছে ।