পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda lady in Dharna: তৃণমূল পঞ্চায়েত সদস্যের দুয়ারে প্রেমিকা, বিয়ের দাবিতে ধরনা যুবতীর

মালদার চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতের দিয়াগঞ্জ গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে বিয়ের দাবিতে শনিবার দুপুরে ধরনায় বসেন এক যুবতী (Malda young lady seats in Dharna) ৷ পরে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায় ৷

malda dharna for marriage
বিয়ের দাবিতে ধরনা যুবতীর

By

Published : Jul 9, 2022, 8:58 PM IST

মালদা, 9 জুলাই: বিবাহিত তৃণমূল পঞ্চায়েত সদস্যকে বিয়ে করবেন, এই দাবিতে তাঁর বাড়ির সামনে ধরনায় বসলেন এক যুবতী (Malda young lady seats in dharna demanding marriage with panchayat member) ৷ মানসী দাস নামে ওই যুবতীর দাবি, রাজীব দাস নামে ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ৷ তাঁকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ওই যুবক ৷ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতের দিয়াগঞ্জ গ্রামে । পুলিশ খবর পেয়ে এলাকায় গিয়ে ওই যুবক ও যবতীকে আটক করে থানায় নিয়ে যায় ৷

এদিন ঘটনার সূত্রপাত বেলা একটা নাগাদ । খরবা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রাজীব দাসের বাড়ির সামনে হঠাৎ ধরনায় বসেন মানসী দাস নামে ওই যুবতী । তিনিও ওই এলাকাতেই থাকেন । তাঁর দাবি, রাজীবের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে । তিনি রাজীবকে বিয়ে করতে চান । এদিকে রাজীব বিবাহিত । বছর দেড়েক আগে তাঁর বিয়ে হয়েছে ।

বিয়ের দাবিতে ধরনা যুবতীর

আরও পড়ুন:শরীরে বসা পোকা থেকে চামড়া পুড়ল ইউটিউবারের, অশোকনগরে কি নাইরোবি ফ্লাইয়ের হানা !

এদিন মানসীকে ধর্নায় বসতে দেখে রাজীবের স্ত্রী ও বউদি বেরিয়ে আসেন । তাঁদের সঙ্গে মানসীর উত্তপ্ত বাক্য বিনিময় হয় । পরে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে এসে মানসীকে ও রাজীবকে থানায় নিয়ে যায় । জানা গিয়েছে মানসী কানে কম শোনেন ৷ তিনি বলেন,“দু’বছর ধরে ওর সঙ্গে আমার সম্পর্ক । আমাকে মোবাইল ফোনও কিনে দিয়েছে । আমাকে বিয়ে করবে বলেছিল । যেখানে যেত আমার হাত ধরে নিয়ে যেত । কিন্তু ওর বউদি আর বউ আমার সঙ্গে ওর বিয়ে হতে দিচ্ছে না । বিয়ের দাবিতে আজ ওদের বাড়ির সামনে ধরনায় বসেছিলাম । ওর বউ আর বউদি আমাকে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছিল । পরে পুলিশ আমাকে থানায় নিয়ে এসেছে । আমি ওকে বিয়ে করতে চাই ।" চাঁচল থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনা নিয়ে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি । অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details