পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bomb Recovered: কোনও সতর্কতা ছাড়াই হাতে করে বোমা সরালেন ভিলেজ পুলিশকর্মী, প্রশ্ন মালদায় - Malda News

Bomb Recovered in Malda: মালদার হরিশ্চন্দ্রপুরে উদ্ধার হল দুটি বোমা ৷ কোনও সতর্কতামূলক ব্যবস্থা না নিয়েই সেই বোমা সরালেন এক ভিলেজ পুলিশকর্মী ৷ যা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷

Bomb Recovered
মালদায় বোমা উদ্ধার

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 1:15 PM IST

মালদায় বোমা উদ্ধার

মালদা, 18 অক্টোবর:কখনও মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার, কখনও ব্যাগ থেকে উদ্ধার হচ্ছে বোমা ৷ এর জেরে পুজোর মুখে হরিশ্চন্দ্রপুরের আইনশৃঙ্খলা নিয়ে এলাকাবাসীর প্রশ্ন তোলা স্বাভাবিক ৷ কিন্তু উদ্ধার হওয়া বোমা এক ভিলেজ পুলিশকর্মী যে পদ্ধতিতে নিষ্ক্রিয় করার চেষ্টা করেছেন, তাতে তিনি পুলিশের প্রত্যুৎপন্নমতিত্ব নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন ৷

বুধবার সকালে হরিশ্চন্দ্রপুর থানার ঝিকোডাঙা গ্রামে একটি আমবাগান ও ধানখেতের মাঝামাঝি জায়গায় নতুন একটি নাইলনের ব্যাগ পড়ে থাকতে দেখে 7-8 বছরের এক কিশোর ৷ নতুন ব্যাগ দেখে সে সেটি বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ৷ কিছুটা গিয়ে সে দেখে, ব্যাগে রয়েছে ধানের তুষ ৷ বাচ্চাটি ব্যাগ খালি করতেই ব্যাগ থেকে বের হয়ে পড়ে দুটি বড় মাপের বোমা ৷ সঙ্গে একটি ছুরি ৷ আতঙ্কে সে ব্যাগ ফেলে সেখান থেকে পালিয়ে যায় ৷ তার মুখ থেকে সব শুনে ঘটনাস্থলে চলে আসেন গ্রামবাসীরা ৷ চলে আসেন সেখানকার ভিলেজ পুলিশকর্মীও ৷ তিনি ব্যাগ-সহ বোমা দুটিকে হাতে তুলে রাস্তায় নিয়ে আসেন ৷ জল ঢেলে বোমা দুটি নিষ্ক্রিয় করার চেষ্টা করেন ৷ কে বা কারা বোমা-ছুরি থাকা ব্যাগটি সেখানে রেখে গিয়েছে, তার কোনও হদিশ নেই গ্রামবাসীদের কাছে ৷

গ্রামের পাণ্ডব মহালদার বলেন, "এখানে নতুন ব্যাগ পড়ে থাকতে দেখে বাচ্চাটির কৌতূহল বাড়ে ৷ সে ভিতরে থাকা জিনিস ঢেলে খালি করার চেষ্টা করতেই ব্যাগ থেকে দুটি বোমা আর একটি ছুরি বেরিয়ে আসে ৷ ভয়ে বাচ্চাটি সেখান থেকে পালিয়ে যায় ৷ কে বা কারা এ সব এখানে রেখে গিয়েছে জানি না ৷ তবে গ্রামের কোনও ক্ষতি করতেই এ সব এখানে রেখে যাওয়া হয়েছে ৷ ভিলেজ পুলিশ এসেছে ৷ তবে এখনও থানার পুলিশ আসেনি ৷"

আরও পড়ুন:কালিয়াচকে পলাতক তৃণমূল নেতার পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ

স্থানীয় বাসিন্দা শাহেনশা বলেন, "প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম ৷ তখনই এই ব্যাগটি পাওয়া যায় ৷ এ নিয়ে আমরা আতঙ্কে আছি ৷ দুষ্কৃতীরা যে কার ক্ষতি করতে এসেছিল জানি না ৷ প্রশাসনের কাছে আমাদের আর্জি, এই বিষয়টি নিয়ে যথাযথ তদন্ত করে পদক্ষেপ করা হোক ৷"

এ দিকে, বোমা উদ্ধারে ভিলেজ পুলিশকর্মীর কাণ্ডজ্ঞান নিয়ে পুলিশ মহলের একাংশেই প্রশ্ন উঠেছে ৷ হরিশ্চন্দ্রপুর থানার এক পুলিশ আধিকারিক জানাচ্ছেন, "এ ভাবে হাতে করে তাজা বোমা সরানো কোনওভাবেই ঠিক নয় ৷ প্রশিক্ষণপর্বে পুলিশকর্মীদেরও বিষয়টি নিয়ে সতর্ক করা হয় ৷ কোথাও বোমা পাওয়া গেলে বম্ব স্কোয়াডের প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমেই তা নিষ্ক্রিয় করার নিয়ম ৷ সেটা যে কোনও ধরনের বোমাই হোক না কেন ৷ এ ক্ষেত্রে ভিলেজ পুলিশকর্মী হাতে করে বোমা সরিয়ে ঠিক কাজ করেননি ৷ তিনি নিজের জীবনই বিপন্ন করে তুলেছেন ৷ এ নিয়ে উচ্চপদস্থ কর্তারা তাঁর জবাবদিহিও চাইতে পারেন ৷"

ABOUT THE AUTHOR

...view details