অনূর্ধ্ব 18 মহিলা ক্রিকেট দলের বাছাই পর্ব মালদা, 7 জানুয়ারি: ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ছে মালদার মেয়েদের (Woman Cricket Tournament)। ইতিমধ্যে বাংলার অনূর্ধ্ব-18 মহিলা ক্রিকেট দলে স্থান পেয়েছে দুই মহিলা ক্রিকেটার । ক্রিকেটের প্রতি মেয়েদের আরও আগ্রহ বাড়াতে জেলা প্রশাসনের নজরদারি চাইছেন খেলোয়াররা । পরিকাঠামোর অভাবকে তোয়াক্কা না-করেই ব্যাট হাতে সামনে এগিয়ে চলেছে রাসমনি, শ্রেয়সী, অন্তরা, জেনিরা।
গত কয়েকবছর ধরে মহিলা ক্রিকেট টুর্নামেন্টে শুরু করেছে মালদা জেলা (malda under 18 women cricket tournament selection) । প্রথম বছর খেলোয়ারের পর্যাপ্ত খেলোয়াড়ের অভাবে বাছাই পর্ব শুরু করা যায়নি। তবে সময় বদলেছে অভাব, অভিযোগ ও সমস্ত না-পাওয়াকে পিছনে ফেলে মেয়েরা এগিয়ে এসেছে ৷ যার অন্যতম কারণ ক্রিকেটের প্রতি ভালোবাসার টান ৷ আগামী 20 তারিখ থেকে সিএবি আয়োজিত অনূর্ধ্ব-18 মহিলা ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে । সেই খেলায় অংশ নিতে চলেছে মালদা জেলাও । প্রথমদিনই হাওড়ার মুখোমুখি হবে মালদা । শনিবার জেলাস্তরে বাছাইপর্ব অনুষ্ঠিত হল মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে । জেলার মহিলা ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন খেলোয়ার, অভিভাবকরা ।
আরও পড়ুন: আইসিসি’র সংবিধানকে মান্যতা দিয়ে আফগানিস্তানে মহিলা ক্রিকেট চালুর আশ্বাস তালিবানের
বাছাইপর্বে যোগ দিতে আসা এক খেলোয়ার তথা দ্বাদশ শ্রেণির পড়ুয়া অন্তরা মণ্ডল বলেন, "আজ অনূর্ধ্ব 18 মহিলা ক্রিকেটের ট্রায়াল হচ্ছে । ক্রিকেটের প্রতি মেয়েদের আগ্রহ বাড়াতে এখনও অনেক কিছু করার প্রয়োজন আছে । যেমন বছরে মাত্র একবারই আমাদের খেলা হয় । আজ জেলাস্তরে বাছাই পর্ব চলছে। এখান থেকে যাঁরা নির্বাচিত হবে, তাদের সঙ্গে আমাদের কো-অর্ডিনেশন প্রয়োজন । কে কোন পজিশনে কেমন খেলে তা জানা দরকার । কিছু এক্সপেরিমেন্ট করারও প্রয়োজন আছে । কিন্তু আমরা হয়তো সেই সুযোগ পাব না । হয়তো বাছাইপর্ব শেষে আমাদের সোজাসুজি হাওড়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে নামতে হবে । যতবেশি খেলার সুযোগ পাওয়া যাবে ততবেশি মেয়েদের ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়বে । ততবেশি জেলা থেকে প্রতিভা উঠে আসবে ।"
বাছাইপর্বে ডিএসএ মাঠে মেয়েকে নিয়ে উপস্থিত ছিলেন এক অভিভাবক মিতা বসাক মণ্ডল । তিনি বলেন, “মেয়ে ছোটো থেকেই খেলাধূলোয় আগ্রহী । চাঁচলে যিনি মেয়েকে প্রশিক্ষণ দেন তিনি সবসময় মেয়েদের উৎসাহিত করেন । তবে জেলা প্রশাসনের তরফে এখনও তেমন উদ্যোগ নিতে দেখা যায়নি । তবে মালদা জেলা থেকে দুটি মেয়ে বেঙ্গল টিমে জায়গা পাওয়ায় এখন অনেক মেয়ে ক্রিকেটের প্রতি উৎসাহ দেখাচ্ছে । কলকাতায় যেভাবে মেয়েদের ক্রিকেট খেলার সুযোগ রয়েছে, মালদায় এখনও সেরকম সুযোগ হয়ে ওঠেনি। তবে জেলা প্রশাসন চাইলে সেই ব্যবস্থা করতে পারে।”